আন্তর্জাতিক ডেস্ক : সপ্তাহের প্রথম দিনে কলকাতার শিয়ালদহ দক্ষিণ শাখায় চূড়ান্ত অব্যবস্থার মুখোমুখি হলেন রেল যাত্রীরা। রেল চত্বরে বেআইনি দখল উচ্ছেদকে কেন্দ্র করে স্থানীয়দের তাণ্ডবে অবরুদ্ধ শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল। প্রায় সাড়ে চার ঘণ্টা পর রেল চলাচল শুরু হয়।
বৃহস্পতিবার বিকাল চারটে নাগাদ মল্লিরপুর ও বারুইপুরের শুরু হয় অবরোধ। বারুইপুর স্টেশনের স্টেশন ম্যানেজারের ঘর ভাঙচুর-আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে খবর। সন্ধ্যায় সাড়ে আটটা থেকে ট্রেন চলাচল শুরু হলেও শিয়ালদহ স্টেশনে উপছে পড়ছে ভিড়। অবরোধের জেরে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।
কাজ থেকে বাড়ি ফেরার পথে রেল অবরোধের জেরে চূড়ান্ত হয়রানির শিকার প্রায় কয়ের হাজার যাত্রী। রেল কলোনি উচ্ছেদকে কেন্দ্র করে মল্লিরপুর ও বারুইপুরের মাঝে শুরু হয় তাণ্ডব। রেল অবরোধে বিপর্যস্ত হয় শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল চলাচল। বিকাল চারটে থেকে অবরোধ চলার পর পুলিশ ও আরপিএফ পৌঁছে বিক্ষোভকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। সাড়ে আটটা নাগাদ অবরোধ উঠে যায়।
এদিন রেল অবরোধের জেরে পুরোপুরি বিপর্যস্ত দক্ষিণ শাখার ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকে আপ ও ডাইন ট্রেন। সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারে চূড়ান্ত সমস্যায় পড়েছেন যাত্রীরা। সপ্তাহের শুরুতে পূর্ব রেলের শহরতলি এলাকার লোকাল ট্রেনে অবরোধের জেরে চূড়ান্ত সমস্যায় পড়েছেন যাত্রীরা।
এমটিনিউজ/এসএস