অপরাধের তালিকায় শীর্ষে ভারতের পশ্চিমবঙ্গ
আন্তর্জাতিক ডেস্ক : বাড়তে থাকা অপরাধের পরিসংখ্যানে তালিকায় এই মুহূর্তে নাম্বার ওয়ান ভারতের পশ্চিমবঙ্গ। এ কোনও মনগড়া তথ্য নয়। আশঙ্কার এই তথ্য উঠে এসেছে ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রেকর্ডেই। কিন্তু কেন বাড়ছে দিন দিন অপরাধপ্রবণতা? অর্থনীতিবিদ ও সমাজতাত্ত্বিকদের মতে, কর্মসংস্থানের অভাবই শিক্ষিত বেকার যুবকদের ঠেলে দিচ্ছে বিভিন্ন অপরাধে।
আইন আইনের পথেই চলেছে। কিন্তু কোথায় নিরাপত্তা, কোথায়ই বা সুশাসন? বরং আইনকে বুড়ো আঙুল দেখিয়েই রাজ্যে বেড়েই চলেছে অপরাধকর্ম। যুব সমাজের মধ্যে দিনদিন বাড়েই চলেছে অপরাধপ্রবণতা?
এই নৈরাজ্যের উত্স কোথায়? রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতিকেই এরজন্য দায়ী করেছেন বিশিষ্ট অর্থনীতিবীদ প্রণব বর্ধন
২০১৪ সালের ২১ জুলাই কলকাতায় এসে অর্থনীতিবীদ প্রণব বর্ধন বলেছিলেন, ‘রাজ্যে বাড়তে থাকা বেকারক্ত যুবসমাজকে অপরাধের পথে টেনে আনছে। বেকার যুবকদের কাজ দিতে না পারলে, এরাই এক সময় টাইম বোমে পরিণত হবে।’
বিরোধীদেরও অভিযোগ, এরমধ্যে অনেক ঘটনাই ঘটেছে প্রত্যক্ষ শাসকদলের মদতে। শাসকদলের মদতেই সাহস বাড়ছে অপরাধীদের।
এরকম ঘটনা প্রতিদিনই ঘটে চলেছে। প্রতিবাদ, প্রতিরোধও থেমে নেই। তবু অপরাধ কমছে না। অর্থনীতবীদ ও সমাজতাত্ত্বিকরা মনে করছেন, গত কয়েকবছরে সেভাবে শিল্পের সংখ্যা বাড়েনি এরাজ্যে তেমনি শিল্প বিনিয়োগের ছবিটাও বড়ই রুগ্ন। কর্মসংস্থানের অভাবে শিক্ষিত বেকার যুবকের সংখ্যা দিন দিন বাড়েই চলেছে। সোজা পথে রোজগারের দরজা বন্ধ বলেই অন্ধকার জগতেই পা বাড়াচ্ছে পশ্চিমবঙ্গের যুব সমাজ।- ২৪ ঘন্টা
১২ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ