মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭, ০৫:১১:৩২

ছেলে বন্ধুর সঙ্গে অন্তরঙ্গ মুহুর্তে ওবামা-কন্যার ছবি ভাইরাল

ছেলে বন্ধুর সঙ্গে অন্তরঙ্গ মুহুর্তে ওবামা-কন্যার ছবি ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বড় মেয়ে মালিয়া ওবামা। এক বছরের বিরতি শেষে এ মৌসুমে মালিয়া ভর্তি হয়েছেন হার্ভাড ইউনিভার্সিটিতে।

ওবামা ক্ষমতা ছেড়ে দিলেও তার সন্তানদের প্রতি পাপারাজ্জিদের আগ্রহ এতটুকু কমেনি। রবিবার হার্ভাড-ইয়েলে বিশ্ববিদ্যালয়ের মধ্যে বার্ষিক ফুটবল প্রতিযোগিতা ছিল। ওই সময়েই এক ছেলে বন্ধুর সঙ্গে অন্তরঙ্গ মালিয়াকে ক্যামেরাবন্দী করেছে পাপারাজ্জিরা। সেই ছবি এখন ভাইরাল।

তবে ছয় ফুট এক ইঞ্চি লম্বা মালিয়ার সেই ছেলে বন্ধুটির পরিচয় এখনো জানা যায়নি। বারাক ওবামা অবশ্য গত বছরই জানিয়ে দিয়েছিলেন, তার দুই মেয়েই প্রেম করছে। এতে তার সম্মতির বিষয়টিও প্রকাশ করেন তিনি।

রবিবার ম্যাচের সময় ছেলে বন্ধুর সঙ্গে ফুরফুরে মেজাজে ধূমপান করতেও দেখা গেছে ১৯ বছরের মালিয়াকে। খেলায় হার্ভাড ইউনিভার্সিটির দল ক্রিমসনকে হারিয়েছে ইয়েল বুলডগস। সূত্র : ডেইলি মেইল

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে