আন্তর্জাতিক ডেস্ক : জীবন্ত মানুষের উপর দিয়ে চলে গেল ট্রেন। সবাই যখন নৃশংস কিছু দেখার ভয়ে চোখ বুজে ফেলেছেন তখনই অক্ষত অবস্থায় উঠে দাঁড়িয়ে রেল লাইনের পাশ দিয়ে হাঁটতে লাগলেন ওই ব্যক্তি।
যা দেখে চমকে গিয়েছে উপস্থিত জনতার। ঘটনাস্থল ভারতের উত্তরপ্রদেশ। সেখানেই সম্প্রতি ধরা পড়েছে এক অদ্ভূত ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, রেল লাইনের উপর শুয়ে রয়েছেন এক ব্যক্তি। আচমকাই তার উপর দিয়ে ট্রেন চলে যায়।
তবে, সেই ট্রেন চলে যাওয়ার পরও অক্ষত অবস্থায় উঠে দাঁড়ান তিনি। এবং, সেখান থেকে হেঁটে অন্যত্র চলে যান। আসপাশে মানুষ তা দেখে চমকে ওঠেন।
গত ১৫ নভেম্বরের ওই ভিডিও যখন প্রকাশ্যে আসে, তা ভাইরাল হতে বেশি সময় লাগেনি। শরীরের উপর দিয়ে ট্রেন যাওয়ার পরও কীভাবে অক্ষত থাকলেন, তা নিয়ে নেটিজেনদের মধ্যে জল্পনা ছড়িয়েছে।
এমটিনিউজ/এসএস