আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানকে সাহায্য করতে চায় চীন৷ বিশেষত পাক সেনাবাহিনীর পরিকাঠামো গঠনে তারা সাহায্যের হাত বাড়াতে চায়৷ সম্প্রতি চীনের জাতীয় একটি সংবাদপত্র সেদেশের মুখপত্রের বক্তব্যকে উদ্ধৃত করে এমন তথ্যই প্রকাশ করেছে৷
শনিবার দুই দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বৈঠকে এমন ইঙ্গিতই মিলেছে৷ বেজিংয়ের এই বৈঠকে উপস্থিত ছিলেন চীনা সেনার জেনারেল পদাধিকারী লি জুউচেং৷ অন্যদিকে, পাকিস্তানি সেনার পক্ষ থেকে ছিলেন লেফটান্যান্ট জেনারেল বিলাল আকবর৷
বৈঠক সূত্রে খবর, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলতে আগ্রহী চীন৷ প্রেসিডেন্ট শি জিনপিং এমনই বার্তা পাঠিয়েছেন বলে জানা গেছে৷ সন্ত্রাসবাদের যৌথ মোকাবিলা, দুদেশের সেনার যৌথ মহড়া, প্রশিক্ষণ, বিভিন্ন দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সমঝোতার পথ প্রশস্ত করার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হয় বৈঠকে৷
পাকিস্তানের লেফটান্যান্ট জেনারেল জানান, পাকিস্তানও চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী৷ জাতীয় নিরাপত্তার প্রশ্নে একযোগে কাজ করতে দুদেশই সম্মত হয়েছে বলে গেছে৷ বৈঠেকে এই বিষয়ে একটি পরিষ্কার রূপরেখা তৈরি করা হয়েছে বলে খবর৷ দুদিনের সপ্তম যৌথ কোঅর্ডিনেশন কমিটির বৈঠক শুরু হতে চলেছে ইসলামাবাদে৷
এমটিনিউজ/এসএস