বুধবার, ২২ নভেম্বর, ২০১৭, ১২:২০:৩৩

ভারতে মুসলিম মহিলার বোরখা খুলে নতুন বিতর্কে যোগী সরকার

ভারতে মুসলিম মহিলার বোরখা খুলে নতুন বিতর্কে যোগী সরকার

আন্তর্জাতিক ডেস্ক: মাঠে ভিড়৷ গমগম করছে চারিদিক৷ মহিলা বসেছিলেন চেয়ারে৷ একটু পরেই বক্তৃতা শুরুর কথা মুখ্যমন্ত্রীর৷ তার আগেই বিতর্ক৷ সংখ্যালঘু বিজেপি নেত্রীর বোরখা জোর করে খুলে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে৷ ঘটনাস্থল বালিয়া৷

মঙ্গলবার বালিয়াতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জনসভা অনুষ্ঠিত হয়৷ সেই সভায় উপস্থিত ছিলেন মুসলিম মহিলা নেত্রী সায়রা৷ তিনি বোরখায় মুখ ঢেকেই সমাবেশে এসেছিলেন৷ এতে সন্দেহ হয় পুলিশের৷ তড়িঘড়ি মহিলা পুলিশ ডাকিয়ে ওই মহিলাকে ঘিরে নেওয়া হয়৷ তাঁকে বোরখা খুলতে বলা হয়৷

হতচকিত হয়ে যান সায়রা৷খানিকটা তর্ক বিতর্কের পর শেষপর্যন্ত বোরখার মুখ ঢাকা অংশটি তিনি খুলতে যান৷ একইসঙ্গে মাথা আঁচল দিয়ে ঢেকে দেন৷ পাশে বসে থাকা কয়েকজন মহিলা তখন জোর করে সায়রার মুখ থেকে বোরখা সরিয়ে দেন৷ এবার জানতে পারা যায় ওই মহিলা আদতে বিজেপি স্থানীয় নেত্রী৷ শেষপর্যন্ত বোরখাটি বাজেয়াপ্ত করে পুলিশ৷

কেন সায়রার বোরখা খুলে দেওয়া হয়েছে এই প্রশ্ন তুলেছে মুসলিম উলেমা৷ তাদের দাবি, এতে সায়রার অপমান হয়েছে৷ বিতর্ক ঢাকতে তদন্ত শুরু করেছে বালিয়া পুলিশ৷ তীব্র নিন্দা জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোন্যাল ল বোর্ড৷ তাদের দাবি, প্রকাশ্যে কোনও মহিলার বোরখা খুলে নেওয়া গর্হিত অপরাধ৷ এর জন্য পুলিশ কর্মীদের সাজা হওয়া দরকার৷

বিতর্ক চাপা দিতে চেয়েছেন বিজেপির সংখ্যালঘু সেলের নেত্রী রুমানা সিদ্দিকি৷ তিনি জানান, কোনও মুসলিম মহিলাকে অপমান করা দলের লক্ষ্য নয়৷ এর জন্য পুলিশই দায়ি।-কলকাতা টোয়েন্টিফোর
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে