আন্তর্জাতিক ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ফের পাকিস্তানের দ্বিচারিতা। এবার ‘আজাদ’ কাশ্মীরের জন্য অর্থ সংগ্রহে নেমে বিতর্কিত কাজ করে বসল প্রতিবেশী দেশ।
সম্প্রতি লন্ডনে একটি ‘মুজরা’ পার্টি হয়। উর্দুতে ‘মুজরা’-র অর্থ নাচ, গানের আসর। এই মজলিসের আয়োজক ছিলেন পাক অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্ট মাসুদ খান। অনুষ্ঠানে দেখা যায় একটি হোটেলে স্বল্পবেশী মহিলারা নেচে দর্শকদের মনোরঞ্জন দিচ্ছেন। সেই চটুল নাচের সাক্ষী ছিলেন মাসুদ খান।
এমন একটা জায়গায় মাসুদ খানের উপস্থিতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তবে আয়োজকদের দাবি এই পার্টি থেকে সংগৃহীত অর্থ পাক অধিকৃত কাশ্মীরের উন্নয়নে ব্যবহার হবে। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে পিওকে-কে রাজনীতির বোড়ে হিসাবে ব্যবহার করছে পাকিস্তান। কারণ সেখানকার অবস্থা নিয়ে সরব ভূমিপুত্রদের এক বড় অংশ।
গিলগিট, বালতিস্তানের বাসিন্দারা নিয়ম করে পাক সেনার অত্যাচার নিয়ে মুখ খুলেছেন। সেখানে কাশ্মীরের জন্য এধরনের পার্টি করে অর্থ সংগ্রহ পাকিস্তানের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলে দিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
পাক অধিকৃত কাশ্মীর নিয়ে গত কয়েক দিনে ভারতে বিতর্কের জল গড়িয়েছে। জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা কেন্দ্রকে হুঁশিয়ারির সুরে বলেছিলেন ক্ষমতা থাকলে ওই এলাকা ছিনিয়ে নিক ভারত।
যা নিয়ে জলঘোলার মাঝে অভিনেতা ঋষি কাপুর বলেছিলেন ইসলামাবাদের হাতে তুলে দেওয়া হোক পাক অধিকৃত কাশ্মীর। বিশেষজ্ঞদের বক্তব্য, এই আবহে লন্ডনে পাক অধিকৃত কাশ্মীরের জন্য অর্থ সংগ্রহের নাম মজলিসে পাকিস্তানের মুখ অনেকটাই পুড়েছে।
এমটি নিউজ/এপি/ডিসি