বুধবার, ২২ নভেম্বর, ২০১৭, ০৯:১৮:৪১

রেগে গিয়ে মন্ত্রীর দিকে তেড়ে গেলেন ক্ষুব্ধ যুবতী!

রেগে গিয়ে মন্ত্রীর দিকে তেড়ে গেলেন ক্ষুব্ধ যুবতী!

আন্তর্জাতিক ডেস্ক : পেশায় ডাক্তার৷ আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে পটনায় যাচ্ছিলেন নিরালা সিং৷ কিন্তু নির্ধারিত সময় থেকে প্রায় ৪০ মিনিট দেরিতে বিমান ছাড়ে৷ আর এই ঘটনাকে ঘিরেই যাত্রীর রোষে পড়েন ভারতের কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী কে জে অ্যালফন্স৷

বুধবার দেশটির মণিপুর রাজ্যের ইম্ফলের সাংঘি বিমান বন্দরে প্রায় ৪০ মিনিট দেরিতে ছাড়ে পটনাগামী ইন্ডিগোর বিমান৷ ওই বিমানেই যাত্রা করছিলেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী কে জে অ্যালফন্স৷ বিমান বন্দরে মন্ত্রীর আসতে দেরি হওয়ায় বিমান ছাড়তে দেরি করে৷ আর সেই কারণেই মন্ত্রীর উপর ক্ষোভ প্রকাশ তেড়ে যান নিরালা সিং৷

আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে পটনায় যাচ্ছিলেন তিনি৷ বিমান দেরির কারণে দেহে পচন ধরতে পারে৷ এই আশঙ্কার কথা জানান ইন্ডিগো কর্তৃপক্ষকে তা সত্ত্বেও ৪০ মিনিট দেরিতে ছাড়ে বিমান৷ মন্ত্রীর অপেক্ষায় দেরিতে ছাড়ে বিমান৷ আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন ওই চিকিৎসক৷ মন্ত্রীকে বিমান দেরি হওয়ার কারণ লিখিত চাইলেন তিনি৷ গোটা ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে