বুধবার, ২২ নভেম্বর, ২০১৭, ১০:২১:৩৩

ইরান-তুরস্ক-রাশিয়ার সেনাপ্রধানদের বৈঠক কেন?

ইরান-তুরস্ক-রাশিয়ার সেনাপ্রধানদের বৈঠক কেন?

আন্তর্জাতিক ডেস্ক: ইরান, তুরস্ক ও রাশিয়ার সেনাপ্রধানরা মঙ্গলবার কৃষ্ণসাগর উপকূলবর্তী সোচি শহরে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। সিরিয়ায় সন্ত্রাস-বিরোধী লড়াইয়ের বিষয়ে অভিন্ন কৌশল ঠিক করতেই এ বৈঠক করেন তারা।

আগামীকাল সোচিতে ইরান, তুরস্ক ও রাশিয়ার প্রেসিডেন্টের বৈঠক হওয়ার কথা রয়েছে। তার আগে তিন দেশের সেনাপ্রধানের বৈঠক হলো। এতে অংশ নেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি, তুর্কি সেনাপ্রধান জেনারেল হুলুসি আকার ও রুশ সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ।

ইরানের সেনাপ্রধানের প্রস্তাবে সোচি শহরে এ বৈঠক হলো। তার আগে ইরাক ও সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের দখলে থাকা শেষ ঘাঁটিগুলোর পতন হয়েছে।

বৈঠকের অবকাশে জেনারেল গেরাসিমভ বলেন, "আমি আশা করি এ বৈঠক থেকে সিরিয়া বিষয়ে অভিন্ন দুষ্টিভঙ্গি খুঁজে পাওয়া যাবে।" তিনি বলেন, সিরিয়া সংকট সমাধানে ইরান ও রাশিয়া অনেক কিছু করেছে। এজন্য তিনি ইরানকে ধন্যবাদ জানান।

জেনারেল গেরাসিমভ বলেন, সিরিয়ায় সন্ত্রাসীদের সম্পূর্ণ নির্মূল এখন সময়ের ব্যাপার মাত্র তবে আবার যাতে তারা ফিরে না আসতে পারে সে ব্যবস্থা নিতে হবে।-পার্সটুডে
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে