বুধবার, ২২ নভেম্বর, ২০১৭, ১০:২৭:৪৪

সাইবার হামলায় বিপর্যস্ত সৌদি আরব!

সাইবার হামলায় বিপর্যস্ত সৌদি আরব!

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের সরকারি কম্পিউটারগুলো সাইবার হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সৌদি সরকারের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র জানায়, পাওয়ারশেল ম্যালওয়ার দিয়ে এ হামলা চালানো হয়। তবে কারা এ হামলা চালিয়েছে কিংবা কাদের লক্ষ্য করে হামলা চালানো হয় সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘সৌদি আরবকে লক্ষ্য করে চালানো একটি অ্যাডভান্স পার্সিসটেন্ট থ্রেট (এপিটি) শনাক্ত করতে সক্ষম হয়েছে সাইবার নিরাপত্তা কেন্দ্র। মূলত ই-মেইল সংগ্রহ করার চেষ্টা করেছিল হ্যাকাররা।’ সৌদি আরবে প্রায়ই এমন সাইবার হামলা হয়ে থাকে। সর্বশেষ ২০১২ সালে শ্যামুন নামে একটি ম্যালওয়ারের হামলার ঘটনা অনেক আলোড়ন তুলেছিল। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা সৌদি আরবের প্রতিদ্বন্দ্বী ইরান এ হামলা চালিয়ে থাকতে পারে।

তবে এই অভিযোগ অস্বীকার করেছে ইরান। এর মধ্যে এমন সাইবার হামলার শিকার হওয়ায় ধারণা করা হচ্ছিল। এটি ইরান-সৌদি ছায়াযুদ্ধেরই অংশ বলে মনে করা হচ্ছে।-এএফপি
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে