বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭, ০২:১০:৪৭

যুদ্ধ বাধলে ইসরাইলকে মুুছে ফেলা হবে: ইরান

যুদ্ধ বাধলে ইসরাইলকে মুুছে ফেলা হবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি বলেছেন, নতুন কোনো যুদ্ধ বাধলে এ অঞ্চলের রাজনৈতিক মানচিত্র থেকে ইসরাইল মুছে যাবে। আজ (বুধবার) তেহরানে স্বেচ্ছাসেবী বাহিনী 'বাসিজ'-র সদস্যদের এক সমাবেশে সর্বোচ্চ নেতার ভাষণের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেজর জেনারেল জাফারি আরও বলেন, মধ্যপ্রাচ্যে তাকফিরি সন্ত্রাসীদের পতন ঘটেছে এবং মধ্যপ্রাচ্যের ঘটনাবলীতে মার্কিন ভূমিকা গুরুত্ব হারিয়েছে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে শত্রু-মিত্র সবাই এটা ভালো করেই জানে যে, ইহুুদিবাদী ইসরাইল আর আগের মতো প্রকৃত কোনো হুমকি হিসেবে গণ্য হয় না।

এ সময় স্বেচ্ছাসেবী সংগঠন বাসিজ'র প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম হোসেইন গেইবপারবার বলেছেন, ইসলামি বিপ্লবের কল্যাণে বাসিজ গোটা বিশ্বের মুসলিম ও নিপীড়িত জাতির আদর্শে পরিণত হয়েছে।

বুধবার সকালে বাসিজ সপ্তাহ উপলক্ষে সংগঠনটির হাজার হাজার সদস্য ও কর্মকর্তা সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করেন। গত ১৯ নভেম্বর থেকে বাসিজ সপ্তাহ শুরু হয়েছে। চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।-পার্সটুডে
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে