আন্তর্জাতিক ডেস্ক : বাবার ব্যবসায় রুচি নেই। বাবার বেআইনি কারবার ছেড়ে একটি মসজিদে মৌলানা হিসাবে যোগদান করেছে সে। মুম্বাই পুলিশকে এমনটাই জানিয়েছে দাউদের ভাই ইকবাল কাসকর। তোলাবাজির অভিযোগে বর্তমানে জেলে রয়েছে ইকবাল।
তাকে নিয়মিত জেরা করেই দাউদের ছেলে মইন সম্পর্কে এই তথ্য জানা গিয়েছে। ইকবাল আরও জানিয়েছে, মইন দারুণ ধর্মপ্রাণ। কোরান তার কণ্ঠস্থ। বরাবরই সে নাকি ইসলামের পথে হাঁটতে চাইত।
বাবা দাউদের কালো কারবার নিয়ে নাকি বেশ কয়েকবার প্রতিবাদও জানিয়েছে সে। ফলে দাউদের সঙ্গে তার খটাখটি লেগেই থাকত। তবে বিবাদ থাকলেও মইনের প্রতি নাকি দাউদ যথেষ্টই স্নেহশীল।
মইন ছাড়াও দাউদ ও তার স্ত্রী মেজবানের আরও এক ছেলে এবং দুই মেয়ে। এদের মধ্যে একটি মেয়ে সাত বছর আগে অসুখে মারা গিয়েছে। তবে বর্তমানে দাউদ কোন দেশে আসছে তার কোন তথ্য জানা যায়নি।
এমটিনিউজ/এসএস