আন্তর্জাতিক ডেস্ক : ফ্লাইওভারটি এখনো পুরোপুরি নির্মিত হয়নি। একপাশ থেকে শুরু হয়ে মাঝখান পর্যন্ত নির্মিত হয়েছে।
প্রাইভেটকার নিয়ে সেই ফ্লাইওভারে উঠে পড়লেন চালক। এরপর যা হবার তাই হলো। মাঝখানে গিয়ে ৩০ ফুট উচ্চতা থেকে মাটিতে পড়ল গাড়িটি। ঘটনাস্থলেই একই পরিবারের তিন সদস্য মারা যান। ঘটনাটি শুক্রবার ভারতের চেন্নাইয়ে ঘটেছে।
চালক পুলিশকে জানিয়েছেন, তিনি জানতেন না ফ্লাইভারের কাজ এখনো শেষ হয়নি। স্থানীয় রেড হিল এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন, নির্মাণাধীন থাকার পরও ফ্লাইওভারের প্রবেশমুখ বন্ধ ছিল না। এ কারণে এই রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করেন না এমন কারো জানার সুযোগ নেই এটি অসম্পূর্ণ কিনা।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস