আন্তর্জাতিক ডেস্ক : এবার পাকিস্তানে নিয়ন্ত্রণে থাকা কাশ্মীর নিয়ে পাকিস্তানের দাবির বিরুদ্ধেই প্রশ্ন তুলে দিলেন পাক-অংশ কাশ্মীরের নেতা তওকির গিলানি। শনিবার তিনি সংবাদ মাধ্যমে পাকিস্তান সরকার ও পাক নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘কাশ্মীর যে তোমাদের তা কোথায় লেখা রয়েছে? কোনও চুক্তিপত্রেই একথা লেখা নেই।’
গিলানি আরও বলেন, ‘কাশ্মীর যে পাকিস্তানের এরকম একটি প্রেপাগান্ডা বহুদিন ধরেই করা হচ্ছে। এর কোনও অর্থ হয় না। টিভিতে পাক নেতারা আমাদের বিশ্বাসঘাতক বলেন। কিন্তু আমাদের দেওয়া পানি পান করে বেঁচে রয়েছে। আর আমাদের ওদের কাছে ২০ টাকা কেজি নুন কিনে খেতে হচ্ছে। কারা বিশ্বাসঘাতক!’
এখানেই থেমে থাকেননি তওকির গিলানি। তিনি বলেন, কাশ্মীরের নেতাদের খুন করেছে পাক জঙ্গিরা। কাশ্মীরি নেতা মিরওয়াইজ ওমর ফারুক ও সাজ্জাদ লোনের বাবাকে ওরাই খুন করেছে। উল্লেখ্য, ১৯৯০ সালে ২১ মে নিজের বাসভবনে খুন হন মির ওয়াইজ ওমর ফারুকের বাবা। পাশাপাশি ২০০২ সালের ২১ মে খুন হন সাজ্জাদ লোনের বাবা আবদুল গনি লোন।
এমটিনিউজ/এসএস