আন্তর্জাতিক ডেস্ক : মিসরের মসজিদে ভয়াবহ জঙ্গি হামলার জবাব দিতে দেরি করেননি প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল সিসি। মসজিদে জঙ্গি হামলার জবাব হিসেবে রাফার পার্বত্য এলাকায় বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী।
শুক্রবার মিশরের একটি মসজিদে জঙ্গি হামলায় ২৩৫ জন মারা গিয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও আহত হয় ১৩০ জন। হামলার পর পরই প্রেসিডেন্ট উচ্চপর্যায়ের বৈঠক ডাকেন। সেখানে তিনি এই বর্বরোচিত হামলার নিন্দ করে বলেন, দেশের সেনাবাহিনী ও পুলিশ হত্যাকারীদের খতম করে শান্তি ও স্থিরতা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর৷
হামলার দায় কেউ স্বীকার না করলেও অনুমান করা হচ্ছে- হামলার পিছনে রয়েছে আইএসের হাত । বিশ্ব জুড়ে এই ভয়াবহ সন্ত্রাসী হামলার কড়া নিন্দা করা হয়েছে।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস