রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭, ০৯:৫৬:৩৯

পরমাণু যুদ্ধের আশঙ্কা বাড়াচ্ছে পাকিস্তান : মার্কিন রিপোর্ট

পরমাণু যুদ্ধের আশঙ্কা বাড়াচ্ছে পাকিস্তান : মার্কিন রিপোর্ট

এক্সক্লুসিভ ডেস্ক : পাকিস্তানের হাতে যে পরিমাণে ট্যাকটিক্যাল (ছোটখাটো) পরমাণু অস্ত্র আছে, তা শুধুই ভারতীয় উপমহাদেশের পক্ষে বিপজ্জনক নয়, যে কোনও মুহূর্তে তা এই অঞ্চলের যে কোনও যুদ্ধকে (কনভেনশনাল ওয়ার) পরমাণু যুদ্ধের স্তরে নিয়ে যেতে পারে।

প্রতিরক্ষা সংক্রান্ত মার্কিন থিঙ্ক-ট্যাঙ্ক সংস্থা 'আটলান্টিক কাউন্সিল'-এর এই মাসে প্রকাশিত একটি রিপোর্টে এ কথা বলা হয়েছে। রিপোর্টের শিরোনাম- 'এশিয়া ইন দ্য সেকেন্ড নিউক্লিয়ার এজ'। রিপোর্টে অবশ্য এও বলা হয়েছে, ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র দিয়ে যুদ্ধের পরিকল্পনা থাকলেও ইসলামাবাদ এখনও পর্যন্ত তা নিয়ে তেমন পরীক্ষানিরীক্ষা করেনি।

তবে প্রচুর ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র রয়েছে পাকিস্তানের হাতে। রিপোর্টে এও বলা হয়েছে, ভারত ও পাকিস্তান দু'টি দেশের হাতেই যে সব পরমাণু অস্ত্র রয়েছে, সেগুলি খুব ভয়ঙ্কর কিছু নয়। নিছকই প্রথম প্রজন্মের ফিসন পরমাণু অস্ত্র।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে