সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭, ১২:১৯:৪০

সিরিয়ায় ভয়াবহ বোমা হামলা

সিরিয়ায় ভয়াবহ বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক :  সিরিয়ার পূর্বাঞ্চলে আইএস নিয়ন্ত্রিত এলাকায় রাশিয়ার ভয়াবহ বোমা হামলায় অন্তত ৫৩ জন বেসামরিক নিহত হয়েছে, যাদের মধ্যে ২১ জনই শিশু। আল-শাফাহ গ্রামে রাশিয়ার বিমান হামলায় এ ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার সকালে চালানো এই বিমান হামলায় নিহতদের মধ্যে ২১টি শিশু রয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যভিত্তিক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর)। আল-শাফাহ সিরিয়ার দেইর আল জুর প্রদেশের একটি গ্রাম। দেশটির যে ক'টি প্রদেশে এখনো ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রণে থাকা এলাকা রয়েছে গেছে দেইর আল জুর তার অন্যতম।

আইএস নিয়ন্ত্রিত গ্রামটির আবাসিক ভবনগুলোতে ওই হামলা চালায় রাশিয়ান বিমানগুলো। এর আগে রাশিয়া জানিয়েছিল, ছয়টি দূরপাল্লার বোমারু বিমান ওই এলাকায় বিমান হামলা চালিয়েছে। জঙ্গিদের এবং তাদের ঘাঁটি লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়েছে বলে দাবি করেছে তারা।

দীর্ঘদিন ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অন্যতম প্রধান মিত্র রাশিয়া। রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানিয়েছেন, রবিবার সকাল থেকেই ওই এলাকার আকাশে ড্রোনের উপস্থিতি লক্ষ করা যায় এবং যুদ্ধবিমানগুলো মেসরাবা ও হারাস্তা শহরে ব্যাপক বোমাবর্ষণ করে।
সূত্র : বিবিসি

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে