বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫, ০৭:০৮:৩৫

ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফার্ম হাউসে রাত কাটাবেন মোদি

ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফার্ম হাউসে রাত কাটাবেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফার্ম হাউসে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে গিয়েছিলেন ইন্দিরা গান্ধী। তবে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে সেই ফার্ম হাউসেই রাত কাটাবেন নরেন্দ্র মোদি। ৪৪ বছর আগে অর্থাৎ ১৯৭১ সালে চেকার্সে গিয়েছিলেন ইন্দিরা গান্ধী। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে লন্ডনের গিল্ড হলে বক্তব্য রাখার পর ওই ফার্ম হাউসে যাবেন নরেন্দ্র মোদি। খবর কলকাতা ২৪। ইন্দিরা গান্ধী সেখানে গেলেও রাত কাটাননি তিনি। মোদি রাত কাটানোর পাশাপাশি, পরের দিন সকালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে যোগব্যামেও অংশগ্রহণ করবেন। প্রায় ১০০ বছর আগে বাকিংহ্যাম শায়ারের ওই বাড়িটি প্রধানমন্ত্রীর ফার্ম হাউস হিসেবে ব্যবহার করা শুরু হয়। ব্রিটিশ পার্লামেন্টের সদস্যা প্রীতি পটেল বলেন, মোদি ও ক্যামেরনের সম্পর্ক ভাল। ভারতকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন ক্যামেরন। সুতরাং কান্ট্রি হাউসে মোদি ক্যামেরনের বন্ধুত্বের ছবি দেখার সুযোগ মিলবে শীঘ্রই। মোদির জন্য বিশেষ সারপ্রাইজ রয়েছে বলেও জানিয়েছেন প্রধান আয়োজন বিজয় চৌতালা। তিনি জানান, আবহাওয়া ভাল থাকলে রয়্যাল এয়ার ফোর্স মোদির অভ্যর্থনায় বিশেষ প্রদর্শনী করবে। ১২ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে