‘ভারতের এপরিস্থিতিতে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে’
আন্তর্জাতিক ডেস্ক : সেই দেশভাগ থেকে শুরু করে আজ ডিজিটাল ইন্ডিয়া। ভারতের সব চ্যালেঞ্জের সাক্ষী আমি। আর আজ দেশ যে পরিস্থিতিতে রয়েছে তাতে এই ৮০ বছর বয়সে লজ্জায় আমার মাথানত হয়ে যাচ্ছে। এ ভাষাতেই রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে খোলা চিঠি লিখলেন প্রাক্তন নৌবাহিনীর প্রধান লক্ষ্মীনারায়ণ রামদাস। কলকাতা ২৪ এর এক প্রতিবেদেন এই খবর দিয়েছে।
তিনি তার চিঠিতে লিখেছেন, দেশের সংখ্যালঘু ও দলিতদের উপর যে ধরনের অত্যাচারের ঘটনা ঘটছে তাতে লজ্জায় তার মাথা নত হয়ে আসছে। স্বাধীনতার কিছু পরই ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন তিনি। তখন তার বয়স মাত্র ১৪ বছর। এরপর ৪৫ বছর ধরে ভারতীয় নৌবাহিনীতে কাজ করেছেন তিনি। ১৯৯০ থেকে ৯৩ পর্যন্ত নৌবাহিনীর প্রধান ছিলেন তিনি। তিনি নিজে একজন হিন্দু ধর্মাবলম্বী হিসেবে মনে করছে এই ধর্ম মানুষকে স্থির, ভদ্র ও সহনশীল হতে শেখায়। এই ধর্মে রয়েছে অনেক বৈচিত্র্য। কিন্তু, বর্তমানে কেন এই পরিস্থিতি তৈরি হল তা নিয়েই চিন্তিত তিনি। শান্তিরক্ষায় ‘ম্যাগসেসে’ পুরস্কার পেয়েছিলেন রামদাস। চিঠিতে তিনি সংখ্যালঘু ও দলিতের জন্য আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘আজ মুসলিমদের বিশ্বাসযোগ্যতার প্রমাণ দিতে হচ্ছে। আজ তাদের প্রার্থনার স্থান হামলার আশঙ্কায়। তাদের খাদ্যাভ্যাস-স্বাধীনতা সবটাই প্রশ্নের মুখে।
১২ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�