মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭, ০৪:৫০:১৬

আমার হৃদয়ে বাংলা, আমি বাংলার ভক্ত: রামনাথ কোবিন্দ

আমার হৃদয়ে বাংলা, আমি বাংলার ভক্ত: রামনাথ কোবিন্দ

আন্তর্জাতিক ডেস্ক : সোনার বাংলাকে 'ভালোবাসা'র কথায় ভরিয়ে দিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বাংলার সংস্কৃতি তার হৃদয়ে স্পর্শ করে যায়। তাই রাষ্ট্রপতি হিসেবে কলকাতায় প্রথম সফরেই অভিভূত হয়ে ভারতের রাষ্ট্রপতি বাংলাতেই বললেন- 'নমস্কার, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।' বললেন, 'আমার হৃদয়ে বাংলা। আমি বরাবরই বাংলার ভক্ত।'

কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের তরফে সংবর্ধনার পর রামনাথ কোবিন্দ বলেন, 'বাংলায় আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংবর্ধনায় আমি অভিভূত। তার নিজের হাতে আঁকা ছবি পুরষ্কার হিসেবে পেয়ে নিজেকে ধন্য মনে করছি।'

এরপরই মমতা ব্যানার্জীকে হার্দিক শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রণ জানান তিনি। বাংলা তার প্রাণের মাঝে রয়েছে জানিয়ে তিনি একে একে স্মরণ করেন রবীন্দ্রনাথ থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দকে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে তিনি 'জাতীয় হিরো' হিসেবে আখ্যায়িত করেন। বাংলার বিপ্লবীদের প্রবল স্বাধীনতা সংগ্রামকে স্মরণ করেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, 'বাংলা আমাদের জাতীয় পরিচিতি দিয়েছে। শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে রামমোহন, আশুতোষ, শ্যামাপ্রসাদের নাম করেন রামনাথ কোবিন্দ। বাংলার সংস্কৃতির প্রশংসাতেও পঞ্চমুখ তিনি। বাংলার চলচ্চিত্র থেকে শুরু করে বাংলার সঙ্গীতের প্রশংসা তার মুখে।

রাষ্ট্রপতি বলেন, 'উত্তম কুমারকে আমরা কেউই ভুলতে পারি না। বাংলার সঙ্গীত সবাইকে মন্ত্রমুগ্ধ করে দেয়। সমাজ সংস্কারে বাংলার ভূমিকা অনস্বীকার্য। তাই আবার তিনি এই সংস্কৃতির পীঠস্থানে আসতে চান।'

কলকাতা শহরকে ফুটবলের শহর বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। বাংলাকে উন্নতশীল রাজ্য হিসেবে ব্যাখ্যা করে তিনি বলেন, 'বাংলার এই সংবর্ধনা চিরজীবন মনে রাখব। বাংলা আমার প্রাণে থাকবে। শেষে তিনি ফের বাংলায় বলে যান- আপনারা খুব ভালো থাকবেন।'

এদিন রাজ্য সরকারের তরফে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে সংবর্ধনার ব্যবস্থা করা হয়। এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জী, কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় প্রমুখ। ছিলেন ক্রীড়া সাংস্কৃতিক জগতের গণ্যমান্য ব্যক্তিরাও। তারাও সংবর্ধিত করেন রাষ্ট্রপতিকে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিজের আঁকা ছবি তুলে দেন রাষ্ট্রপতির হাতে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে