মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭, ১১:০৬:২৯

ভারতীয় যুদ্ধবিমানে সিঙ্গাপুরের প্রতিরক্ষামন্ত্রী, অতঃপর..

ভারতীয় যুদ্ধবিমানে সিঙ্গাপুরের প্রতিরক্ষামন্ত্রী, অতঃপর..

আন্তর্জাতিক ডেস্ক : এই প্রথম ভারতের যুদ্ধবিমানে চড়লেন বিদেশি প্রতিরক্ষামন্ত্রী। ভারতে তৈরি জঙ্গিবিমান তেজস-এ চড়লেন সিঙ্গাপুরের প্রতিরক্ষামন্ত্রী আং এন হেন। কলাইকুন্ডা থেকে মঙ্গলবার তেজসে সফর করেন সিঙ্গাপুরের প্রতিরক্ষামন্ত্রী।

সূত্রের খবর, ভারত থেকে বেশ কয়েকটি তেজস কিনতে চলেছে সিঙ্গাপুর। প্রাথমিকভাবে এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনাও হয়েছে। আর সেই কারণেই পেশায় চিকিত্সক আং এন হেন মঙ্গলবার তেজসে চড়ে তা পরখ করে দেখেন।

প্রায় ৪০ মিনিট আকাশে ওড়েন সিঙ্গাপুরের প্রতিরক্ষামন্ত্রী। বিদেশি অতিথিকে নিয়ে ওই সময় বিমান ওড়ানোর দায়িত্বে ছিলেন ভারতের বিমানবাহিনীর এয়ার মার্শাল একে সিং।

জানা যাচ্ছে, সিঙ্গাপুরের প্রতিরক্ষামন্ত্রীর তেজস সফরের জন্য বেঙ্গালুরু থেকে ২টি তেজস আনা হয়েছিল কলাইকুন্ডায়। হেনের তেজস বেশ পছন্দ হয়েছে বলেই জানা যাচ্ছে। তিনি বলেন, 'তেজস বেশ ভাল। এটা গাড়ির মতোই। আমি বিমান চালক নই। কিন্তু, আমার পছন্দ হয়েছে।'

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে