আন্তর্জাতিক ডেস্ক : সীমান্তে যুদ্ধ পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে ভারতীয় সেনাবাহিনীকে। সীমান্তে যে ভাবে ক্রমাগত সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাক সেনা, তা যথেষ্ট উদ্বেগজনক। জম্মু-কাশ্মীরে অশান্তি তৈরি করতে নতুন নতুন পন্থা নেওয়া হচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন ভারতের সেনাপ্রধান।
এক অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, ''বারবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন ও অনুপ্রবেশের চেষ্টা সীমান্তে উত্তেজনা তৈরি করেছে। জম্মু-কাশ্মীরে অশান্তি ছড়ানোর জন্য নতুন নতুন পন্থা নেওয়া হচ্ছে। পরিস্থিতি যা, তাতে যে কোনও সময় যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে। পরিস্থিতি মোকাবিলার জন্য ভারতীয় সেনাদের তৈরি থাকতে হবে।'
গত কয়েক দফায় একাধিকবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। সেই কারণেই সমস্ত পরিস্থিতির জন্যে সেনাবাহিনীকে তৈরি থাকার নির্দেশ দিচ্ছেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।
এমটিনিউজ/এসএস