আন্তর্জাতিক ডেস্ক : গ্লোবাল এন্টারপ্রেনারশিপ সামিটে (জিইএস) নরেন্দ্র মোদির উচ্ছ্বসিত প্রশংসা ইভাঙ্কা ট্রাম্পের। প্রধানমন্ত্রীকে ঢালাও সার্টিফিকেট দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা। হোয়াইট হাউসে ভারত প্রকৃত এক বন্ধুকে পেয়েছে, বাবার এই মন্তব্যের পুনরাবৃত্তিও করেন ইভাঙ্কা।
মোদি ভারতকে সমৃদ্ধ অর্থনীতি হিসাবে গড়ে তুলছেন, তিনি গণতন্ত্রের দূত, বিশ্বের সামনে আশার প্রতীক বলে মন্তব্য করেন ইভাঙ্কা। ট্রাম্প কন্যা বলেন, ছোটবেলায় চা বিক্রি দিয়ে শুরু করে ভোটে জিতে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া, আপনার সাফল্য, প্রাপ্তি সত্যিই অসাধারণ, ব্যতিক্রমী।
তিনি বলেন, আপনার নিজের উদ্যোগ, উদ্ভাবন, কঠোর পরিশ্রমের মাধ্যমে ভারতবাসী ১৩ কোটির বেশি মানুষকে গরিবির অন্ধকার থেকে উপরে তুলে নিয়ে এসেছে। এ এক উল্লেখযোগ্য অগ্রগতি, সাফল্য যা, আমি জানি, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্রমাগত বেড়ে চলবে।
হোয়াইট হাউসের পরামর্শদাতা ইভাঙ্কা বলেন, মহিলাদের ক্ষমতায়ন ছাড়া মানবতার অগ্রগতি অসম্পূর্ণ, এই স্পষ্ট বিশ্বাসের জন্য ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করতে চাই। ভারতকে গোটা দুনিয়ার সবচেয়ে দ্রুত এগিয়ে চলা অর্থনীতিগুলির অন্যতম আখ্যা দিয়ে ইভাঙ্কা জানান, হোয়াইট হাউসে ভারত তার আসল বন্ধু পাবে।
পাশাপাশি ইভাঙ্কা জানান, শ্রমবাহিনীতে লিঙ্গ ব্যবধান অর্ধেক কমাতে পারলে আগামী তিন বছরে ভারতীয় অর্থনীতি অনেক চাঙ্গা হবে, যার পরিমাণ হতে পারে ১৫০০০ কোটি মার্কিন ডলারের বেশি।
এমটিনিউজ/এসএস