আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সঙ্গে যুদ্ধের মহড়ায় অংশ নিতে এলো ব্রিটিশ সেনাবাহিনী। যৌথ সামরিক মহড়া অজেয় ওয়ারিয়র, ২০১৭ সালে অংশ নেওয়ার জন্য ব্রিটেন থেকে কয়েক'শ সেনা সদস্য এসে পৌঁছেছেন ভারতে।
রাজস্থানের পশ্চিম প্রান্তে মহাজনে হবে এই মহড়া। তাদের সরাসরি সেই জায়গাতেই নিয়ে যাওয়া হয়েছে। ১ ডিসেম্বর থেকে শুরু হবে এই মহড়া। জানা গেছে টানা ১৪ দিন ধরে ভারতের মাটিতে যুদ্ধের প্রস্তুতি নেবে ব্রিটিশ সেনাো।
এদিন বিমানবন্দরে ব্রিটিশ সেনাদের স্বাগত জানাতে উপস্থিত ছিল ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা। এই নিয়ে দুই দেশের তৃতীয় যৌথ মহড়া হচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র লেফট্যানেন্ট কলোনেল মনীশ ওঝা।
১৪ দিন ধরে চলবে এই মহড়া। বিভিন্ন ধরনের যুদ্ধের মহড়া চলবে এখানে। মুখপাত্র ওঝা বলেন, এই মহড়ায় দুই দেশের সেনা জওয়ানদের মধ্যে যোগাযোগ তৈরি হবে। সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগও তৈরি হবে। এতে দুই দেশের সেনার সম্পর্ক আরও মজবুত হবে। এই সামরিক মহড়ায় অংশ নিচ্ছে ভারতের রাজপুতানা রাইফেলসের ২০ তম ব্যাটেলিয়ন আর ব্রিটেনের রয়্যাল অ্যাংগলিকান রেজিমেন্টের ফার্স্ট ব্যাটেলিয়ন।
এমটিনিউজ/এসএস