বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫, ১০:৪১:৪৭

হিন্দুদের আশ্বাস দিলেন নওয়াজ শরিফ

হিন্দুদের আশ্বাস দিলেন নওয়াজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সংখ্যালঘু হিন্দুদের পাশে থাকার আশ্বাস দিলেন নওয়াজ শরিফ। হিন্দুদের প্রতি যেকোনো অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার শপথ নেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। দেওয়ালি উপলক্ষ্যে এখানকার এক হোটেলে দেশের হিন্দু জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এক মিলনসভায় তিনি জানিয়েছেন, যেকোনো মূল্যে সংখ্যালঘুদের অধিকার সুনিশ্চিত করতে দায়বদ্ধ তার সরকার। পাকিস্তান সবার। আমি সব পাকিস্তানির প্রধানমন্ত্রী, তাদের ধর্ম, জাত বা বর্ণ যা-ই হোক। পাকিস্তানে সংখ্যালঘুদের অধিকার, নিরাপত্তা কতটা সুরক্ষিত, আন্তর্জাতিক মহলের এ উদ্বেগের পরিপ্রেক্ষিতে শরিফ এই বলে হিন্দুদের ভরসা দেন যে, তিনি যেহেতু সব সম্প্রদায়ের প্রধানমন্ত্রী, তাই তাদের পাশে থেকে আক্রমণকারীর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। শরিফ বলেন, কোনো হিন্দু যদি লাঞ্ছিত-নির্যাতিত হন এবং আক্রমণকারী হয় মুসলিম, তবে সেই মুসলিমের বিরুদ্ধে ব্যবস্থা নেব। হামলাকারীর বিরুদ্ধে আমি আপনাদের (হিন্দুদের) পাশে দাঁড়াব। জাতি-ধর্ম-সম্প্রদায় নির্বিশেষে অন্যদের হাতে নির্যাতিত অসহায় মানুষের পাশে থাকা তার কর্তব্য বলে উল্লেখ করে শরিফ বলেন, আমার ধর্মই আমাকে শিখিয়েছে যে, দুর্বল ও অসহায় মানুষের থাকা আমার কর্তব্য। বস্তুত, প্রতিটি ধর্মই দুর্বল, অত্যাচারিতের পাশে থাকার শিক্ষা দেয়। পাকিস্তানের বালুচিস্তান থেকে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর ওপর হামলার অভিযোগ ওঠে হামেশাই। সিন্ধু প্রদেশে হিন্দু মেয়েদের বলপূর্বক, ভয় দেখিয়ে ধর্ম বদলাতে বাধ্য করা হয় বলে পার্লামেন্টের ভেতরে-বাইরে দীর্ঘদিন ধরেই সরব হিন্দু জনগোষ্ঠীর নেতারা। তারা ক্ষোভ জানিয়ে বলেন, সরকার-প্রশাসনের তরফে কোনো প্রতিকার না হওয়ায় সাম্প্রতিককালে হিন্দু মেয়েদের ধর্মান্তকরণের ঘটনা বেড়েছে। এ প্রেক্ষাপটেই শরিফ হিন্দুদের পাশে থাকার বার্তা দিলেন বলে মনে করা হচ্ছে। শরিফ বলেন, পাকিস্তান একটাই দেশ, পরস্পরের পাশে থেকে ঐক্য গড়ে তোলার সময় এসেছে। মুসলিম ও হিন্দুদের পরস্পরের সঙ্গে সুখ-দুঃখ ভাগ করে নিতে হবে। ১২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে