বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫, ১০:৫৬:৪৪

এবার যাত্রীবাহী বিমানে নজর রাখবে উপগ্রহ

এবার যাত্রীবাহী বিমানে নজর রাখবে উপগ্রহ

আন্তর্জাতিক ডেস্ক : এবার যাত্রীবাহী বিমানের উপর নজর রাখবে উপগ্রহ৷ কৃত্রিম উপগ্রহের মাধ্যমে নজরদারি চালানোর সিদ্ধান্ত নিল বিশ্বের ১৬০ টিরও বেশি দেশ৷ ২০১৩ সালে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ-৩৭০৷ এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে নজরদারি চালানোর প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করে অধিকাংশ দেশ৷ খবর কলকাতা ২৪। জেনেভায় জাতিসংঘের আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন বা আইটিইউ’র বৈঠকে বুধবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আইটিইউ’র মহাসচিব হোলিন ঝাও এক বিবৃতিতে জানান, অতি অল্প সময়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ মাঝ আকাশ থেকে বিমান উধাও হয়ে যাওয়ার ঘটনায় উদ্বিগ্ন বিশ্ব৷ ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, রহস্যজনক ভাবে এমএইচ-৩৭০ নিখোঁজ হওয়ার ঘটনা গোটা বিশ্বকেই নাড়িয়ে দিয়ে গিয়েছে৷ বিমানটি ২০১৩ সালের ৮ মার্চ কুয়ালা লামপুর থেকে ২৩৯ যাত্রী নিয়ে যাত্রা শুরু করে মালয়েশিয়া এয়ারলাইন্সের বোয়িং-৭৭৭৷ ওড়ার প্রায় এক ঘণ্টা পরই রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় বিমানটি৷ ১২ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে