বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭, ১১:৫৭:২৯

সেনা-জঙ্গি সংঘর্ষ, গোটা এলাকা ঘিরেই তল্লাসি

 সেনা-জঙ্গি সংঘর্ষ, গোটা এলাকা ঘিরেই তল্লাসি

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার সকাল থেকে সেনা-জঙ্গি সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল জম্মু কাশ্মীর। উপত্যকার বদগামে জইশ-ই-মহম্মদের ৩ জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পায় সেনা বাহিনী। এরপরই শুরু হয় তল্লাসি। সেনা বাহিনীকে দেখেই আচমকা গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। জওয়ানরাও পাল্টা গুলি চালালে এনকাউন্টার শুরু হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত, ওই এলাকায় এখনও শোনা যাচ্ছে গোলাগুলির শব্দ। গোটা এলাকা ঘিরেই তল্লাসি শুরু করেছেন জওয়ানরা। তবে গোলাগুলির জেরে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। সেনা সূত্রে জানা যাচ্ছে, ফুটলিপোরা গ্রামে এখনও জঙ্গিরা লুকিয়ে রয়েছে । আর সেই কারণেই এবার ওই এলাকায় সিআরপিএফ, এসওজি এবং জম্মু কাশ্মীর পুলিস একযোগে তল্লাসি শুরু করেছে।-জিনিউজ
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে