বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭, ০৪:৫৯:৪০

হিন্দু হতে হবে, বিয়ের জন্য মুসলিম প্রেমিককে শর্ত তরুণীর

হিন্দু হতে হবে, বিয়ের জন্য মুসলিম প্রেমিককে শর্ত তরুণীর

আন্তর্জাতিক ডেস্ক : প্রেম পর্যন্ত ঠিক আছে। বিয়ে করতে হলে হিন্দু ধর্ম নিতে হবে। মুসলিম প্রেমিককে এমনই শর্ত দিলেন রাজস্থানী তরণী। ট্যাক্সি চালক মহসীন খানকে এক প্রকার বিয়ের জন্য ইলোপ করেই নিয়ে গিয়েছিলেন পূজা যোশী। মহসীনের পরিবারের লোকেরা থানায় নিখোঁজ ডায়রি করলে বিকানের থেকে যুগলকে আটক করে পুলিশ।

তারপরেই পূজার পরিবারের লোকেরা গিয়ে থানায় বিক্ষোভ দেখাতে থাকেন। তারা অভিযোগ করেন পূজাকে ধর্মান্তরিত করার চেষ্টা করেছিলেন মহসীন। ঘটনাটি লাভ জিহাদের তকমা দিয়ে রাজনৈতিক রং চড়িয়েছিল যোধপুরের কয়েকটি হিন্দু ধর্মীয় সংগঠন। এমনকী পুলিশের সামনেই মহসীনকে মারধর করেন পূজার পরিবারের লোকেরাও।

পূজার জবানবন্দি জানার পরেই পুরো ঘটনাটা মুহূর্তে অন্যদিকে ঘুরে যায়। ম্যাজিস্ট্রেটকে পূজা জানায় মহসীন তাঁকে বিয়ের প্রস্তাব দিলেও সে রাজি হয়নি। বিয়ের জন্য মহসীনকে আগে হিন্দু হওয়ার শর্ত দিয়েছে সে। নিজের বাড়ি ফিরতেও অস্বীকার করেছে পূজা।

পুলিশকে সে জানিয়েছে, যতদিন না মহসীন হিন্দু হচ্ছে ততদিন তিনি তার জন্য অপেক্ষা করবেন। ততদিন মেয়েটি আত্মীয়ের বাড়িতে থাকবেন বলে জানিয়েছেন।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে