বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭, ০৬:১৬:৪৭

বিভিন্ন পদে কর্মী নিয়োগ করবে ফেসবুক

বিভিন্ন পদে কর্মী নিয়োগ করবে ফেসবুক

এক্সক্লুসিভ ডেস্ক : শুধু বন্ধুদের সাথে যোগাযোগের মাধ্যম হিসাবে নয়, পেশা হিসাবেও ফেসবুককে এবার বেছে নিতেই পারেন। চলতি বছরেই ১৪ শতাংশ কর্মী বৃদ্ধি করতে চলেছে ফেসবুক।

ফেসবুকের তরফে জানান হয়েছে, চলতি বছর তারা ১,১৫৯ জন ছেলেমেয়েকে কাজের জন্য নিয়োগ করবে। 'ভারচুয়াল রিয়েলিটি', 'ড্রোন 'এবং 'ডেটা সেন্টারসের' জন্য এই কর্মীদের নিয়োগ করা হবে বলে জানা গেছে।

গত বছরই অকুলাস রিফ্টর কাছ থেকে দুই বিলিয়ন ডলার দিয়ে অকুলাস ভিআরকে কিনে নেয় ফেসবুক। ভারচুয়াল রিয়েলটিতে কাজের জন্য ৫৪ জন ছেলেমেয়েকে নেওয়া হবে এছাড়াও হিউমান রিসোর্স-সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে বলে জানা গেছে।

ফেসবুকের মুখ্য অপারেটিং অফিসার শারেল স্যান্ডবার্গ এক সাক্ষাত্‍কারে জানান, "ফেসবুকের সিইওর মার্ক জুকারবার্গ স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ায় তাদের লক্ষ্য। ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে, তাই পরিষেবাকে আরও উন্নত করতে তাদের ফেসবুকের তরফে এই কর্মীনিয়োগের পদক্ষেপ।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে