আন্তর্জাতিক ডেস্ক : বন্ধু সেজে প্রবেশ করে আপনার ক্ষতি করতে পারে তাই যে কোন অপরিচিত বা আগুন্তুকের ওপর নজর রাখার ব্যাপারে বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামগুলিতে বসবাসকারী মানুষদের সতর্ক করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
বৃহস্পতিবার বাংলাদেশ সীমান্তবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোসাবায় একটি জনসভা থেকে গ্রামবাসীদের উদ্দেশে মমতা এসব কথা বলেন।
এদিন মমতা জানান ‘কিছু লোক আছে যারা উগ্রপন্থী কাজের সঙ্গে যুক্ত, বিভিন্ন বিভ্রান্তিমূলক কাজের সঙ্গে যুক্ত। তারা সঙ্গে করে অনেক রুপি নিয়ে বন্ধু সেজে আপনাদের ক্ষতি করার চেষ্টা করবে।’
মূখ্যমন্ত্রী বলেন, ‘আপনাদের রুপির লোভ দেখিয়ে ওইসব অপরাধমূলক কাজে যুক্ত করার চেষ্টা করবে। কিন্তু এটা সীমান্তবর্তী এলাকা, আপনারা কোন অজানা লোককে ঢুকতে দেবেন না, অচেনা লোককে সহ্য করবেন না। সবসময় পাড়ায় নজর রাখবেন। আপনি যদি ভাল থাকেন তাহলে আপনার এলাকা, আপনার জেলাও ভাল থাকবে।’
এমটিনিউজ/এসএস