আন্তর্জাতিক ডেস্ক : আগামী সপ্তাহ থেকে ইচ্ছুক মুসলিম নারীদের হিন্দুদের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দেবে আরএসএস শাখা সংগঠন 'হিন্দু জাগরণ মঞ্চ'। ওই সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে বিয়ের পর স্বামী-স্ত্রী'কে আর্থিক-সামাজিক নিরাপত্তা ও দেবে তারা।
'হিন্দু জাগরণ মঞ্চ'-এর তরফ থেকে মোট ২১০০ মুসলিম নারী বিয়ে দেওয়া হবে বলে দাবি করা হয়েছে। আগামী ছ'মাসের মধ্যে তারা এই লক্ষ্যমাত্রা নিয়েছে। তাদের এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে 'বেটি বাচাও, বহু লাও'। হিন্দু রীতি মেনেই এই বিয়ে হবে বলে জানা গিয়েছে। এতে মুসলিম নারীদের ধর্মান্তরণের প্রয়োজন নেই বলেও জানিয়ে দেওয়া হয়েছে।
এটা 'লাভ জিহাদ'-এর বদলা স্বীকার করে নিয়ে সংগঠনের প্রধান আজ্জু চৌহান বলেন, 'লাভ জিহাদে শুধু হিন্দু মেয়েদের টার্গেট করছে মুসলিম যুবকেরা। তারা নিজেদের পরিচয় লুকিয়ে, হাতে সুতো বেঁধে, কপালে তিলক কেটে, হনুমান চল্লিশা আউড়ে হিন্দু মেয়েদের বশে আনছে। তাই যে যেমন ভাষা বোঝে, তাকে তেমন ভাষাতেই শিক্ষা দেওয়া উচিত্।' নতুন উদ্যোগে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভব বলেও দাবি করেছেন চৌহান।
ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, 'মুসলিম মহিলা যদি মুসলিম পরিবারে বিয়ে করে, তাহলে ১০ জন সন্তানের জন্ম দেবে আর তারা বড় হয়ে হিন্দুদের বিরুদ্ধে কথা বলবে। যদি মুসলিম মেয়ে হিন্দু পরিবারে বিয়ে করে তাহলে এত সন্তানের জন্মও দেবে না আর হিন্দু জনসংখ্যাও বাড়বে।'
এমটিনিউজ/এসএস