শনিবার, ০২ ডিসেম্বর, ২০১৭, ০১:৩৭:০২

ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত, অচল হয়ে গেছে ভারতের একমাত্র পরমাণু সাবমেরিন!

ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত, অচল হয়ে গেছে ভারতের একমাত্র পরমাণু সাবমেরিন!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের একমাত্র কর্মক্ষম পরমাণু হামলায় সমর্থ ডুবোজাহাজ (সাবমেরিন) আইএনএস চক্র ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কীভাবে ক্ষতি মেরামত করা যায় তার তদন্ত চলছে বলে নৌবাহিনী প্রধান সুনীল লানবা জানিয়েছেন।

রাশিয়ার কাছ থেকে ১০ বছরের জন্য এই ডুবোজাহাজ লিজ নিয়েছে ভারত। ক্ষতির পরিমাণ সরেজমিনে খতিয়ে দেখছে ভারত ও রাশিয়ার বিশেষজ্ঞ দল। লানবা জানিয়েছেন, ডুবোজাহাজের দুটো প্যানেল নির্দিষ্ট জায়গা থেকে সরে গেছে। কীভাবে এই ক্ষতি হলো তা নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়নি। তবে এখন বেশ কিছুদিন এই ডুবোজাহাজ কাজ করতে পারবে না।

২০১২ সালে রাশিয়ার থেকে প্রায় ৭০ কোটি ডলারে আইএনএস চক্র লিজ নেয়া হয়েছে। আরো একটি ডুবোজাহাজ লিজ নেওয়ার কথাবার্তা চলছে। আকুলা শ্রেণীরএই ডুবোজাহাজ এখন বিশাখাপত্তনমে রয়েছে। অন্যতম দ্রুত এই ডুবোজাহাজ যতক্ষণ খুশি পানির নিচে থাকতে পারে। অন্যান্য ডুবোজাহাজের মতো মাঝে মাঝে চার্জ নিতে পানিতে ভাসতে হয় না। তাছাড়া সাধারণ ডুবোজাহাজের গতির থেকে প্রায় দ্বিগুণ— ৩০ নট গতিতে এগোতে পারে চক্র।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে