শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫, ০৪:২৭:১৬

যে কারণে পাকিস্তানকে আর অস্ত্র দেবে না আমেরিকা

যে কারণে পাকিস্তানকে আর অস্ত্র দেবে না আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক : পাক সেনাপ্রধান রাহুল শরিফের আমেরিকা সফরের আগে পাকিস্তানকে অস্ত্র বিক্রি না করার পরামর্শ দিল মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক। সন্ত্রাসের কর্মকাণ্ড যদি বন্ধ করতে না পারে তাহলে যেন কোনও অস্ত্রই পাকিস্তানকে দেওয়া না হয়, সে ব্যাপারেই পরামর্শ দেওয়া হয়েছে ওবামা প্রশাসনকে। আমেরিকার কাউন্সিল অফ ফরেন রিলেশনসের পক্ষ থেকে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের উপর সন্ত্রাসবাদীদের প্রভাব ঠেকানোর ক্ষেত্রে যাতে পাকিস্তান আশ্বাস দেয় সেই বিষয়ই জানাবে আমেরিকা। কলকাতা ২৪-এর এক প্রতিবেদনে এখবর দিয়েছে। মার্কিন বিশেষজ্ঞরা একটি রিপোর্টে বলেছেন ‘পাকিস্তান যদি সন্ত্রাস ঠেকাতে না পারে তাহলে আমেরিকা থেকে অস্ত্র পাঠানো বন্ধ করে দেওয়া হবে।’ আমেরিকার পরিকল্পনা রয়েছে তারা পাকিস্তানকে ১৬ টি ফাইটার জেট দেবে। ৯০ পাতার ওই রিপোর্টে আরও বলা হয়েছে যে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কের বিপক্ষে যাচ্ছে এই পাক-মার্কিন সম্পর্ক। ভারতীয় প্রশাসন কখনই পাকিস্তানকে বিশ্বাস করতে পারবে না। পাক সেনাপ্রধান আসার আগেই এই রিপোর্ট পেশ করা হয়। আমেরিকায় এসে মার্কিন সেনা কর্মকর্তাদের সাথে দেখা করবেন তিনি। ১৩ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে