রানির মধ্যাহ্নভোজে মোদি
আন্তর্জাতিক ডেস্ক : নরেন্দ্র মোদির তিনদিনের ব্রিটেন সফরের দ্বিতীয় দিন আজ শুক্রবার। আজ দুপুরে দুইটার দিকে বাকিংহাম প্যালেসে রানি এলিজাবেথের সাথে মধ্যাহ্নভোজ যোগ দিয়েছে মোদি। এছাড়াও এদিনই ওয়েম্বলি স্টেডিয়ামে অনাবাসী ভারতীয়রা অভ্যর্থনা জানাবেন তাদের প্রিয় প্রধানমন্ত্রীকে।
বৃহস্পতিবার লন্ডনে পা রাখেন তিনি। এদিন ক্যামেরনের সঙ্গে বৈঠকের পর তিনি ওয়েস্টমিনস্টারে ব্রিটিশ পার্লামেন্টে বক্তব্য রাখেন। ক্যামেরনের সঙ্গে যৌথ সাংবাদ সম্মেলনও করেন। গতকালকে তিনি রাত কাটান ব্রিটিশ প্রধানমন্ত্রীর খামারবাড়ি চেকার্সে। শুক্রবার সকালে ল্যান্ডরোভার ও জাগুয়ারের শোরুমে গিয়েছেন তিনি। এরপর রানির সাথে মধ্যাহ্নভোজে যােগ দেন। তার পরই আজ সন্ধায় তিনি লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে প্রায় ৯০ হাজার ভারতীয়র সমাবেশে বক্তব্য রাখবেন।
মোদিকে ‘অলিম্পিক স্টাইলে’ অভ্যর্থনা জানাতে তৈরি হচ্ছে ব্রিটেনবাসী ভারতীয়রা। ইউরোপের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়ামে মোদির বক্তব্যের বিষয় হবে ‘টু গ্রেট নেশন, ওয়ান গ্লোরিয়াস ফিউচার’। আশা করা হচ্ছে, দিওয়ালির দুদিন পরে আলোর রোশনাইতে ভরে যাবে মোদির সভা।
১৩ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�