‘ভারত শাসন করছে হিন্দু তালেবানেরা’
আন্তর্জাতিক ডেস্ক : অসহিষ্ণুতা নিয়ে ব্রিটেনের সাংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতকে গান্ধী-বুদ্ধের দেশ বলে সম্বোধন করলেও বিতর্ক পিছু ছাড়ছে না তাকে। ব্রিটেন সফরের মধ্যেই সেদেশের এক প্রথম সারির সংবাদপত্রে প্রকাশিত একটি নিবন্ধে লেখা হয়েছে, ‘মোদির জমানায় ভারতে বর্তমানে হিন্দু তালেবানি রাজ কায়েম হয়েছে।’ নিবন্ধটি লিখেছেন অনাবাসী ভারতীয়, ব্রিটিশ রাজকীয় খেতাবপ্রাপ্ত অ্যাকাডেমিকম এবং নামকরা ভাস্কর অনীশ কাপুর। নিবন্ধের শুরুতে তিনি মোদিকে খোঁচা দিয়ে লিখেছেন, ‘ভগবান বিষ্ণু বিভিন্ন সময়ে অবতার রূপে জন্ম নিয়েছেন। বর্তমানে তিনি নরেন্দ্র মোদির রূপে ভারতে জন্মেছেন। সেই কারণে গোটা ভারত তার ছবিতে ছবিতে ছয়লাপ।’ কলকাতা ২৪-এর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে।
বিভিন্ন ঘটনার উল্লেখ করে অনীশ কাপুর লিখেছেন, মোদীর শাসনকালে ভারতে হিংসা বেড়ে গিয়েছে। মানবাধিকার রক্ষায় নরেন্দ্র মোদির সরকার সম্পূর্ণ ব্যর্থ। এর প্রতিবাদে ভারতের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা নিজেদের সম্মান ফেরত দিয়ে দিয়েছেন। এরূপ পরিস্থিতিতে ব্রিটেনেরও উচিত হিন্দু মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদ করা। এই মুহূর্তে ভারতের সঙ্গে ব্রিটেনের কোনও প্রকার বাণিজ্য চুক্তিই করা উচিত নয় বলেও তিনি উল্লেখ করেছেন।
ওই নিবন্ধে এ কথারও উল্লেখ রয়েছে যে, এক বন্ধু মারফত নিবন্ধকার অনীশ জানতে পেরেছেন, ‘ভারতে এখন সংখ্যালঘুরা নিপীড়িত’।
১৩ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�