শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫, ০৮:৫২:১৪

আমেরিকাকে আটকাতে পারছে না চীন

আমেরিকাকে আটকাতে পারছে না চীন

আন্তর্জাতিক ডেস্ক : হুঁশিয়ারি দিয়েও আমেরিকার স্টেলথ বোমারু বিমান আটকাতে পারছে না চীন। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় চীনের নির্মিত কৃত্রিম দ্বীপপুঞ্জের কাছ দিয়ে উড়ে গেছে আমেরিকার দু’টি c। স্টেলথ এমন প্রযুক্তি দিয়ে নির্মিত যে রাডার প্রতিরক্ষাব্যবস্থায় সহজে ধরা পড়ে না। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ দু’টি বিমান উড্ডয়নের তথ্য নিশ্চিত করেছে। দ্বীপগুলোর নিয়ন্ত্রক চীনের হুঁশিয়ারি সত্ত্বেও দক্ষিণ চীন সাগরের আকাশে উড়েছে বি-৫২ মডেলের এ বিমান দু’টি। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়েছে, আগামী সপ্তাহে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠেয় একটি সম্মেলনকে সামনে রেখে এ ঘটনা ঘটলো। ওই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং যোগদান করবেন। দক্ষিণ চীন সাগরের বেশ কয়েকটি প্রতিবেশীর সঙ্গে সীমানা বিরোধে জড়িয়ে পড়েছে চীন। প্রাকৃতিক সম্পদে ভরপুর এ এলাকার বিশাল অংশ নিজেদের দাবি করে আসছে চীন। অনেক প্রবালপ্রাচীরে স্থাপনা নির্মাণ ছাড়াও কয়েক মাস আগে একটি কৃত্রিম দ্বীপ নির্মাণ করে চীন। চীনের এ আচরণ যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ বিরোধিতা করে আসছে। যুক্তরাষ্ট্র বলছে, আন্তর্জাতিক আইনানুসারে বিভিন্ন সমুদ্রসীমায় বিচরণের অধিকার চর্চা করবে তার নৌ ও বিমানবাহিনী। এরই অংশ হিসেবে দু’টি যুদ্ধজাহাজ পাঠানোর পর এবার স্টেলথ বোমারু বি-৫২ বিমান উড়িয়েছে আমেরিকা। পেন্টাগন জানিয়েছে, চীনের দাবিকৃত এলাকায় প্রবেশ করেনি বিমান দু’টি। কিন্তু এরপরও দুবার চীনের সতর্কতা পেয়েছে বিমান দু’টি। পুরো মিশনটি আন্তর্জাতিক আইনানুসারে হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ১৩ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে