শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫, ০৩:০১:৪৯

৯ বছরের মেয়ের শিরশ্ছেদ

৯ বছরের মেয়ের শিরশ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক : নয় বছরের একটি মেয়ের শিরশ্ছেদের ঘটনা উত্তাল করে দিল পুরো কাবুলকে। গত সপ্তাহে ওই শিশুটি ছাড়াও আরও ছয় জনের মুণ্ডু কেটে নিয়েছে জঙ্গিরা। এছাড়া কাটা হয়েছে দুই মহিলার মাথাও। অভিযোগের আঙুল উঠেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের দিকে। কফিনে রাখা সেই সব মুণ্ডহীন দেহ নিয়ে প্রায় চার ঘণ্টা ধরে কাবুলের রাস্তায় প্রতিবাদী মিছিল করেছেন কয়েক হাজার মানুষ! বিক্ষোভকারীরা জানিয়েছেন, মাথা কাটা অবস্থায় মোট সাত জনের দেহের হদিশ মিলেছিল গত সপ্তাহে, দক্ষিণ আফগানিস্তানের মফস্বল শহর জাবুলে। যাদের মাথা কাটা হয়েছে, তাঁরা সকলেই হাজারা উপজাতি সম্প্রদায়ের মানুষ। তবে নয় বছরের শিশু শুকরিয়ার শিরশ্ছেদের ঘটনাই এ দিন বহু মানুষকে মিছিলে সামিল করেছে। প্রতিবাদী মিছিলে আফগান প্রশাসন তো বটেই, তালিবান, এমনকী পাকিস্তানের বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের বক্তব্য, ইসলামাবাদও জঙ্গিদের গোপনে মদত দিচ্ছে। মিছিল গিয়ে পৌঁছয় প্রেসিডেন্টের প্রাসাদের কিছুটা দূরে। কোনও কোনও বিক্ষোভকারী প্রেসিডেন্টের প্রাসাদে ঢোকার চেষ্টা করলে, পুলিশ তাদের হটিয়ে দেয়। ১৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে