ফিজিক্সে ফেল করে বেছে নিল আত্মহত্যার পথ
আন্তর্জাতিক ডেস্ক : রেজাল্ট হাতে পেয়ে নিজের চোখ জোড়াকে সেদিন বিশ্বাস করে উঠতে পারেননি। ঠিক দেখেছেন তো, প্রিয় বিষয়ে ফেল। তাই হতাশ গ্রস্থ হয়ে বেছে নিলেন আত্মহত্যার পথ।
সম্প্রতি ভারতের জম্মু কাশ্মীরে এমনই এক ঘটনা ঘটেছে। ইলেট্রেনিক্স ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র মোহাম্মদ আদনান হিলাল তার প্রিয় বিষয় ফিজিক্সে ২৮ নম্বর পেয়ে ফেল করে। পরে শিক্ষকদের কাছে সে তার রেজাল্টের পূর্নমূল্যায়নের আবেদন করে। কিন্তু আবেনের ফল প্রকাশ হতে চার মাসেরও বেশী সময় লেগে যায়। এই সময়ের মধ্যে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে হতাশার গ্লানি লুকাতেই আত্মহত্যার পথ বেছে নেয়। রেজাল্ট প্রকাশের পরে জানা যায়, সে ফিজিক্সে শুধু পাশই করেনি বরং পুরো ক্লাসের মধ্যে তার অবস্থান র্শীষে।
আদনানের বাবা-মা বলেন, হতাশ আর আক্ষেপ ছাড়া আর কিছুই নেই। যে ছেলেকে ঘিরে স্বপ্ন দেখেছিলেন সেই ছেলে তো আর নেই। তাদের মতে, এটা আত্মহত্যা না আদনানকে খুন করা হয়েছে। কারন শিক্ষকদের গাফিলতির করনেই তাদের ছেলে আজ নেই।
আদনানের বন্ধুরা বলেন, গত জুননে নিজের রেজাল্ট দেখে গুম মেরে গিয়েছিলেন হিলাল। সবার অলক্ষে ঝিলাম নদীতে গিয়ে ঝাঁপ দেয়। চার দিন পর তার দেহ পাওয়া যায়।
এছাড়া তারা বলে, তাদের বন্ধু আত্মহত্যা করেনি তাকে খুন করা হয়েছে। কিছু শিক্ষকের দায়িত্বজ্ঞানহীনতা বাধ্য করেছে তাকে চরম পদক্ষেপ নিতে। আরা তারা চান সরকার এ ঘটনার দোশিদের চিহ্নিত করে শাস্তির ব্যাবস্ত করুক।
১৪নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ