‘ভয়ঙ্কর দশ মিনিট’
আন্তর্জাতিক ডেস্ক : প্যারিসের কনসার্ট হলে অবস্থানকারী ফ্রান্সের একজন রেডিও সাংবাদিক শুক্রবারে কনসার্ট হলে হামলার বর্ণনা দিতে গিয়ে বলেন, এটি ছিল ‘ভয়াবহ ১০ মিনিট’।
ওই সাংবাদিক বলেন, যখন কালো পোশাকধারী সন্ত্রাসীরা হাতে একে-৪৭ বন্দুক নিয়ে কনসার্ট হলে প্রবেশ করে তখন তারা ছিল শান্ত, ধীরস্থির ও লক্ষ্যের প্রতি অবিচল। ঠান্ডা মাথায় তারা এলোপাতাড়ি গুলি বর্ষণ শুরু করে। কনসার্ট হলের সবাই তখনো গানের তালে তালে নাচানাচি ও হৈ হুল্লোড় করছিল। পরের ১০ মিনিটে সেখানে তৈরি হয় রক্তসাগর।
জুলিয়ান পিয়ের নামের ইউরোপ ১ রেডিও সাংবাদিক বলেন, ‘কনসার্ট হলের সবাই চিৎকার করে মেঝেতে শুয়ে পড়ে এবং গুলিবর্ষণ অব্যাহত ছিল ১০ মিনিটের জন্য। মাত্র ১০ মিনিট। জীবনের ভয়াবহতম ১০ মিনিট।’
তিনি আরো বলেন, ‘আমরা অনেক গুলির আওয়াজ শুনেছি এবং বন্দুকধারীরা খুবই শান্ত ও দৃঢ় প্রতিজ্ঞ ছিল। তারা ৩/৪ বার বন্দুকে গুলি ভরেছে। তারা কোনো চিৎকার করেনি, এমনকি একটি কথাও বলেনি। শুধু অবিরাম গুলিবর্ষণ করেছে।’
পিয়ের ২০ থেকে ২৫ টি লাশ পড়ে থাকতে দেখেন এবং আরো কয়েকজন কে মারাত্মক আহত অবস্থায় কাতরাতে শোনেন।
পরবর্তীতে পুলিশ জানায়, কনসার্ট হলের হামলায় শতাধিক লোক নিহত হয়েছে।
সূত্র: সিএনএন
১৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ