শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫, ০৪:২৯:১৬

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

আন্তর্জাতিক ডেস্ক : শনিবার ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ জাপানের কিউশু উপকূল অঞ্চল। জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পাঙ্কের মাত্রা ছিল ৭.০। জাপানের আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়, শনিবার স্থানীয় সময় ভোর ৫-৫১ মিনিটের সময় এই ভূকম্পন অনুভূত হয়। গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। এই ভূমিকম্পের জেরে, ঘন্টাখানেকের মধ্যে হালকা সুনামিও হয় নাকানোশিমা দ্বীপে। এর পরই সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়। টাইমস অপ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এখবর দিয়েছে। এদিকে, মার্কিন জিওলজিক্যাল সার্ভেও জানিয়েছে, জাপানে ৭.০ কম্পাঙ্কের ভূমিকম্প হয়েছে। উত্‍‌পত্তিস্থল ছিল কাগোশিমা থেকে ১৯১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সেন্টার অবশ্য আশ্বস্ত করেছে, এই ভূমিকম্পের জেরে সুনামি হওয়ার কোনও সম্ভাবনা নেই। ১৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে