একসঙ্গে সরকারি চাকরি গেল ৪০৮ ডাক্তারের
আন্তর্জাতিক ডেস্ক : একদিনে ৪০৮ জন সরকারি ডাক্তারের চাকরি চলে গেল! এ যেন অনিল কাপুরের নায়ক সিনেমা। অথবা অক্ষয় কুমারের গব্বর ইজ ব্যাক। খারাপ কাজ করবে। সরকারি টাকা মুঠো ভরে ঘরে নিয়ে যাবে। তারপর চাকরিও করবে! এসব একেবারেই বরদাস্ত করেননি পর্দার নায়ক অনিল কাপুর। এবার সেই সিনেমার কায়দাতেই ৪০৮ ডাক্তারকে একদিনে চাকরি থেকে ছাঁটাই করল ওড়িশা সরকার! জিনিউজের এক প্রতিবেদনে এখবর দিয়েছে।
ডাক্তারদের দোষ? সে অবশ্য বলে শেষ করা যাবে না। তবে এক্ষেত্রে কাহারো কাছ থেকে ছুটি না নেয়ার কারণেই এই ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। হাসপাতালে ডাক্তারদের দেখাই মিলত না। উত্সবের মৌশুম মতো। কারও তোয়াক্কা না করে, যে যার মতো ছুটি নিচ্ছিলেন ডাক্তাররা।
আর এসব বরদাস্ত করেনি ওড়িশা সরকার। মোট ৪১২ জন ডাক্তারকে শোকজের নোটিশ পাঠিয়ে দেওয়া হয়। ডাক্তাররা সেটাও খুবই হালকাভাবে নেন। মাত্র ৪ জন ডাক্তার কাকুতি-মিনতি করে চিঠির জবাব দিয়ে বলেন, এমন আর হবে না। সরকার তাদের চাকরিতে বহাল রেখেছে। কিন্তু বাকি ৪০৮ জনকে একদিনে ছাঁটাই করা হয়েছে।
সত্যিই ওড়িশা সরকার কিছু একটা করে দেখাল বটে। দেশের বাকি রাজ্যগুলো এবং আমাদের দেশও যদি এবার প্রতিবেশী দেশ থেকেও একটু শিক্ষা নেয়।
১৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�