শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫, ১১:২১:২৬

এবার হুমকি পেয়ে জরুরি অবতরণ বিমান

এবার হুমকি পেয়ে জরুরি অবতরণ বিমান

আন্তর্জাতিক ডেস্ক : প্যারিসে নৃশংস জঙ্গিহানার একদিন কাটতে না কাটতেই ফের হুমকি। বিশ্বজুড়ে আতঙ্কের আবহে সন্ত্রাসের ছায়া। প্যারিসের পর এবার ফ্রান্সের একটি যাত্রীবাহী বিমানে হুমকি। হুমকির টুইট পেয়ে অ্যামস্টারডামে জরুরি অবতরণ করল এয়ার ফ্রান্স কেএলএমের একটি বিমান। বিমানটি হল্যান্ড থেকে ফ্রান্স যাচ্ছিল। শনিবার টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। শনিবার দুপুরে স্থানীয় সময় পৌনে ২টার দিকে ছাড়ে বিমানটি। বিমানটি ছাড়ার এক ঘণ্টা পরই উড়িয়ে দেয়ার হুমকি পায় ফ্রাসোঁ-ডাচ এয়ারলাইন সংস্থা এয়ার ফ্রান্স কেএলএম। অ্যামস্টারডামের স্কিফল বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। ফ্রান্স থেকে হল্যান্ডগামী সব বিমান ও বিমানবন্দরে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রত্যেক যাত্রীর ওপর চলছে নজরদারি। ১৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে