প্যারিসের পর ব্রিটেন-ওয়াশিংটন ও রোমে হামলার হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের পর ব্রিটেন, ওয়াশিংটন ও রোমে একই ধরনের সন্ত্রাসী হামলা হতে পারে বলে ইসলামিক স্টেটের (আইএস)পক্ষ থেকে এক ট্যুইটে হুঁশিয়ার করা হয়েছে। আইএসের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম ইউকে এক্সপ্রেসের এক খবরে এমনটিই দাবি করা হয়েছে। এর আগে আইএস একটি ভিডিও বার্তায় প্যারিস হামলার দায় স্বীকার করে। ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদও হামলার জন্য আইএসকে দায়ী করেছেন।
শনিবার সকালে দেওয়া বক্তৃতায় ওঁলাদ দাবি করেন এই হামলার পেছনে ইসলামিক স্টেটের হাত রয়েছে। তিনি এই হামলাকে শান্তিকামী ফ্রান্সের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধ হিসেবে আখ্যা দেন।
হামলার সময় সিটি হলের কনসার্টে থাকা এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বন্দুকধারীরা ইসলামী স্লোগান দিচ্ছিল এবং সিরিয়া অভিযানে ফ্রান্সের ভূমিকার প্রতিবাদ জানাচ্ছিল।
এদিকে শনিবার ব্রিটেনের সংবাদপত্র ইউকে একপ্রেসের অনলাইন ভার্সনে দাবি করা হয়েছে, আইএস একটি অসমর্থীত ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ফ্রান্স হামলার বিষয়ে নিজেদের পরোক্ষ সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছে।
ওই ট্যুইটে আইএস পরবর্তীতে ব্রিটেনে হামলার হুঁশিয়ারিও দিয়েছে বলে সংবাদে বলা হয়েছে। এছাড়া ট্যুইটে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও ইতালির রোমেও একই ধরনের হামলা হতে পারে বলে ইউকে একপ্রেসের খবরে বলা হয়েছে।
তবে আইএসের কথিত এই হুঁশিয়ারির আগেই ব্রিটেন, যুক্তরাষ্ট, সিংগাপুর ও ইতালি তাদের দেশে সতর্কাবস্থা জারি করেছে।
প্যারিসে জঙ্গি হামলার পর পুরো ভারতে কড়া নিরাপত্তা জারি করার সুপারিশ করল ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রনালয়। ‘হাই অ্যালার্ট’ জারি হয়েছে দিল্লি এবং মুম্বাইয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাঁচতারা হোটেল, রেঁস্তোরা, অডিটোরিয়াম সহ সমস্ত সরকারি অনুষ্ঠানে নিরাপত্তা বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসের ছয়টি স্থানে হামলার ঘটনায় ১৫৩ জন নিহত হয়। ওই হামলার ঘটনার পর ফ্রান্সে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার প্যারিসে কারফিউ জারি করা হয়েছে। সেইসঙ্গে দেশটির সব সীমান্ত যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশকে সহায়তা করতে প্যারিসে কমপক্ষে ১৫০০ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।
১৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�