রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫, ০৫:১৯:৪২

ফ্রান্স দিয়ে শুরু, টার্গেট একাধিক দেশ

ফ্রান্স দিয়ে শুরু, টার্গেট একাধিক দেশ

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের প্যারিসে হামলার দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যের জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) বলেছে, ফ্রান্স দিয়ে শুরু টার্গেট আরো একাধিক দেশ । শনিবার গণমাধ্যমে দেয়া তাদের বিবৃতির বরাত দিয়ে এএফপির খবরে এ তথ্য জানানো হয়। ওই বিবৃতিতে আইএস দাবি করে, ‘বিস্ফোরক কোমরবন্ধনী পরে এবং অস্ত্র হাতে আমাদের আট ভাই ফ্রান্সের বিরুদ্ধে সফল অভিযান শেষ করেছে।’ বিবৃতিতে আরো বলা হয়, ‘এর মাধ্যমে দেশটিতে হামলা কেবল শুরু হলো। যারা শিক্ষা নিতে প্রস্তুত এটি তাদের জন্য সতর্কতা।’ স্বেচ্ছাচারিতা ও কদর্যতার কারণে প্যারিসকে হামলার টার্গেট করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এর আগে এ হামলার ঘটনায় আইএসকে দায়ী করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। তিনি বলে, ফ্রান্সের বাইরে থেকে করা পরিকল্পনায় ভেতরে থাকা ব্যক্তিদের মাধ্যমে এই হামলা চালিয়েছে আইএস। শুক্রবার রাতে প্যারিসে এক সিরিজ হামলার ঘটনা ঘটে। এতে ১২৭ জন নিহত এবং ১৮০ জন আহত হন। হামলার পরপরই দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়। সেই সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়া হয়। ১৫ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে