থতথমে অবস্থা, আইফেল টাওয়ার অনির্দিষ্টকালের জন্য বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: প্যারিসের প্রধান আকর্ষণ লুভ্যর মিউজিয়াম ও আইফেল টাওয়ার এলাকায় সম্ভাব্য হামলার কথা ভেবে পর্যটক চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে সেখানকার প্রধান প্রধান পর্যটন কেন্দ্রগুলোও বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয় শনিবার (১৪ নভেম্বর) এক আদেশে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করে।
এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) রাতে ফ্রান্সের রাজধানী প্যারিস ও এর আশপাশের ছয়টি পৃথক স্থানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এসব ঘটনায় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ১২৯ জন নিহত হওয়ার খবর প্রচারিত হয়। তবে পরবর্তী সময়ে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দের ভাষণের পর নিহতের সংখ্যা ১২৮ জন বলে দাবি করা হয়। এছাড়া এসব হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৩৫২ জন। আহতদের মধ্যে ৮০ জনের অবস্থা গুরুতর।
শুক্রবারের হামলাগুলোর মধ্যে সবচেয়ে বড় ঘটনাটি ঘটে থিয়েটার হল বাটাক্লানে। রক কনসার্ট চলাকালে এখানে প্রথমে বন্দুক ও পরে আত্মঘাতী বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। এতে সেখানে ১২৮ জন নিহত হন।
১৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ