আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব পরিবেশ সুরক্ষায় অগ্রণী ভূমিকা রাখা সংস্থা ‘দ্য এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সি (ইপিএ)’ ছেড়ে চলতি বছর দুই শতাধিক বিজ্ঞানী চলে গেছেন। পরিবেশ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত নীতিতে অসন্তোষ-হতাশার জেরে ও তার নেতিবাচক পরিবেশনীতির প্রতিবাদেই এতসংখ্যক বিজ্ঞানী সংস্থাটি ত্যাগ করেন।
গত জানুয়ারিতে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ ও স্কট প্রুইটকে ইপিএর প্রশাসকের দায়িত্ব দেয়ার পর সংস্থাটি ছেড়ে গেছেন দুই শতাধিক বিজ্ঞানী ছাড়াও ৭০০-এর বেশি কর্মী।
জলবায়ু পরিবর্তনে মানুষের কর্মকাণ্ডের যে বিরাট প্রভাব রয়েছে, তা অস্বীকার করে থাকেন প্রুইট। ইপিএর দায়িত্ব গ্রহণের পর এ সংস্থাকে নানা আইনি ঝামেলাতেও জড়িয়েছেন তিনি।
মার্কিন আপিল আদালতে ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞা আংশিক বাতিল
যুক্তরাষ্ট্রের এক আপিল আদালত জানিয়েছেন, ছয় মুসলিমপ্রধান দেশের নাগরিকদের ওপর অতিবিতর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞাটি সবার জন্য প্রযোজ্য নয়। শুক্রবার আদালতের দেয়া এক রায়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ঘনিষ্ঠজন রয়েছে এমন ব্যক্তিরা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
নবম ইউএস সার্কিট কোর্ট অব আপিলসের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞার সাম্প্রতিকতম সংস্করণ নিয়ে উচ্চ আদালত সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত তাদের রায় স্থগিত থাকবে। প্রসঙ্গত এ আপিল আদালত যুক্তরাষ্ট্রের ওয়েস্ট কোস্টের বেশির ভাগ রাজ্যের আপিলের কার্যক্রম নিষ্পত্তি করে থাকে।
জানুয়ারিতে দায়িত্বগ্রহণের পর থেকেই ভ্রমণ নিষেধাজ্ঞা বাস্তবায়নের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে নিম্ন আদালতের ‘যুক্তরাষ্ট্রে ঘনিষ্ঠজন রয়েছে’ এমন ব্যক্তিদের প্রবেশাধিকার দেয়ার রায়টিই আরো সীমিত করে এনেছেন নবম সার্কিটের তিন বিচারকের সমন্বয়ে গঠিত প্যানেল। আদালতের রায়ে আরো বলা হয়, দেশে অভিবাসীদের প্রবেশ নিয়ন্ত্রণ করতে মার্কিন সরকারের হাতে বড় ক্ষমতা রয়েছে। তবে সে ক্ষমতাও অসীম নয়।
বিচারকদের প্যানেলের পক্ষ থেকে আরো বলা হয়, ‘আমরা রায় দিচ্ছি যে, প্রেসিডেন্ট যে ঘোষণা দিয়েছেন তা আরো একবার তার দায়িত্বের সীমা অতিক্রম করেছে।’
যুক্তরাষ্ট্রে প্রবেশে ইচ্ছুক শাদ, ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের লক্ষ্য করে ট্রাম্প প্রশাসন ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে। উত্তর কোরিয়ার নাগরিকসহ ভেনিজুয়েলার নির্দিষ্ট কয়েকজন সরকারি কর্মকর্তার ওপরও ট্রাম্প প্রশাসন ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। - রয়টার্স
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস