রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫, ০৪:৫৬:১৪

জি-২০ সম্মেলনে ঐক্যবদ্ধ গোটা বিশ্ব

জি-২০ সম্মেলনে ঐক্যবদ্ধ গোটা বিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক : প্যারিসে ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলায় মর্মাহত গোটা বিশ্ব। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই-ই প্রথম গুরুত্ব হওয়া উচিত। রবিবার তুরস্কে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে যোগ দিয়ে এমনই দাবি জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া ব্রিকস-এর চেয়ারম্যান হিসেবে ভারত ব্রিকস-এর সদস্যদের নিয়ে সন্ত্রাসবিরোধী আন্দোলন গড়ে তুলতে চায় বলেও জি-২০ সম্মেলনে জানান তিনি। আটলান্টিয়ায় জি-২০ সম্মেলন শুরু হওয়ার প্রাক্কালে তুরস্কতেও এদিন আত্মঘাতী বিস্ফোরণ হয়। এ ঘটনায় আহত হয়েছেন চার পুলিশ কর্মী। তারপর কড়া নিরাপত্তার মধ্যে আটলান্টিয়া রিসর্টে জি-২০ সম্মেলন শুরু হয়। এই সম্মেলনের শুরুতেই সন্ত্রাস বিরোধী আন্দোলনের দাবি জানান ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমগ্র মানবজাতির এগিয়ে আসা উচিত এবং একসঙ্গে লড়াই করা উচিত।” শুক্রবার রাতে প্যারিসে যে মর্মান্তিক জঙ্গি হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানান মোদি। পাশাপাশি আহত এবং নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে দুঃখপ্রকাশও করেন তিনি। দু’দিন ব্যাপী এই সম্মেলনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে রুখে দাঁড়ানোর দাবি তোলার পাশাপাশি গ্লোবাল ওয়ার্মিং এবং কালো টাকার বিষয়টিও নরেন্দ্র মোদি আলোচনায় তুলে আনবেন। এছাড়া ব্যবসা বাণিজ্য, শক্তি সম্পদের আদান-প্রদান সহ অর্থনৈতিক বিষয়টিও সম্মেলনের আলোচনায় উঠে আসবে বলে সূত্রের খবর। জানা যায়, রবিবার এবং সোমবার দু’দিন ধরে আটলান্টিয়া রিসর্টে চলবে জি-২০ সম্মেলন। এই সম্মেলনে নরেন্দ্র মোদি ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল এবং চিনের প্রেসিডেন্ট জি জিংপিং অংশ নিবেন। এছাড়া আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, ব্রাজিল, কানাডা, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া প্রভৃতি দেশের প্রতিনিধিরাও এই সম্মেলনে উপস্থিত হয়েছেন। কেবল থাকছেন না ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। প্যারিসে ভয়াবহ জঙ্গি হামলার কারণেই এই সম্মেলনে অংশ নিতে পারছেন না তিনি। তাই এই সম্মেলন ঘিরে কড়া নিরাপত্তার আয়োজন করা হয়েছে। বিশেষত এদিন সিরিয়া সীমান্তে আত্মঘাতী বিস্ফোরণের পর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। রাষ্ট্রনায়কদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং নরেন্দ্র মোদির জন্য মোতায়েন হয়েছে মোসাদ ও এমআই-৫ বাহিনী। ১৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে