রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫, ০৯:০২:৩১

প্যারিসে হামলায় ব্যবহৃত গাড়ি উদ্ধার

প্যারিসে হামলায় ব্যবহৃত গাড়ি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবারে ফ্রান্সের প্যারিসে সেই সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ১২৯ জন নিহত ও ৩৫০ জন আহত হয়। প্যারিসে সেই হামলায় ব্যবহৃত গাড়ি উদ্ধার করেছে পুলিশ। ফ্রান্সের রাজধানীর মন্ত্রেলি এলাকার একটি রেস্টুরেন্টের সামনে থেকে এই গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। এর আগে প্যারিসে সন্ত্রাসী হামলায় একজন হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে। ওমর ইসমাইল মোস্তেফাই নামে এই ফরাসি নাগরিকের বাবা, ভাই সহ ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুঃস্বপ্নের রাতের পর শনিবার সকাল। রাস্তাঘাট প্রায় ফাঁকা। সন্ত্রাসী হামলার জায়গাগুলোতে রক্তের দাগ এখনো স্পষ্ট। নিহতদের স্মরণে ফুলের তোড়া রেখে গেছে অনেকে। ভয় আর আতংকে প্যারিস এখন জড়োসড়ো। ভয়াবহ জঙ্গিহানার পরেই জরুরি অবস্থা ঘোষণা করে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা ফ্রান্সকে। পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে এলেও আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তার খোঁজে চলছে চিরুনি তল্লাশি। হামলার পর থেকে যে ভাবে এগিয়েছে পরিস্থিতি। উল্লেখ্য, গত জানুয়ারীতে শার্লি এবডো কার্টুন ম্যাগাজিনে হামলার পর প্রশ্ন উঠেছিল- প্যারিস এখন কতটা নিরাপদ। তবে এই প্রশ্ন সত্ত্বেও প্যারিস নিয়ে কিন্তু মানুষ আতংকে ভোগেনি। সেবারের হামলার লক্ষ্য ছিল কার্টুনিষ্টরা, ইহুদীরা। কিন্তু শুক্রবার প্যারিসের ছয়টি স্থানে সন্ত্রাসী এই মর্মান্তিক হামলা চালায় এখন পর্যন্ত ১২৯ জন নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক। এই সন্ত্রাসী হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। এএফপি। ১৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে