গান্ধীর হত্যাকারির স্বরনে পালন করা হল ‘বলিদান দিবস’
আন্তর্জাতিক ডেস্ক : মহাত্মা গান্ধীকে হত্যা যৌক্তিক এমনকি প্রয়োজনীয় ছিল বলে মনে করে হিন্দু মহাসভা। এ কারণেই তারা গান্ধীর হন্তারক নাথুরাম গডসের ফাঁসির দিনটিকে ‘বলিদান দিবস’ হিসেবে পালন করলো এবার। শুধু তাই নয় হত্যার সপক্ষে যুক্তি তুলে ধরে তাকে নিয়ে নতুন ওয়েবসাইটও চালু করেছে তারা।
হিন্দু মহাসভার দাবি, ভারতের স্বাধীনতা আন্দোলনের ‘আসল’ নায়ক নাথুরাম গডসে। মহাত্মা গান্ধীকে হত্যা করে তিনি দেশকে আরও বিভাজিত হওয়ার রাস্তা বন্ধ করেছিলেন। এই কারণেই তার ফাঁসির দিন ১৫ নভেম্বর ‘বলিদান দিবস’ হিসেবে চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে অখিল ভারতীয় হিন্দু মহাসভা। রোববার গডসের উপর নতুন ওয়েবসাইট চালু করে এই লক্ষ্যে প্রথম পদক্ষেপ নিল সংগঠনটি।
হিন্দু মহাসভার জাতীয় সাধারণ সম্পাদক মুন্না কুমার শর্মা বলেন, গত কয়েক দশকের দৃষ্টিভঙ্গী বদলানোর সময় এসেছে। সরকারের উচিৎ গডসের বিরুদ্ধে হিন্দু-বিরোধী প্রচারে প্রভাবিত না হয়ে তাকে বীরের সম্মান দেয়া।
গডসের উদ্দেশে শ্রদ্ধা হিসেবে তার নামে ওয়েবসাইট চালু করা হয়েছে। শর্মা জানিয়েছেন, স্বাধীনতা আন্দোলনে ‘বিস্মৃত নায়ক’ গডসের অবদান সম্পর্কে মানুষকে অবহিত করতেই এই প্রচেষ্টা।
মুন্না কুমার শর্মার দাবি, নাথুরাম গডসে সম্পর্কে যারা জানতে আগ্রহী তাদের মূল্যবান তথ্য সরবরাহ করবে এই ওয়েবসাইট। হিন্দু মহাসভার বর্ষীয়ান সদস্য পণ্ডিত অশোক শর্মার দাবি, অবিলম্বে স্কুলপাঠ্য বইয়ে নাথুরামের অবদান অন্তর্ভুক্ত করা জরুরি।
১৬, নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ