প্যারিসে হামলাকারিদের ১ জনের পরিচয় সনাক্ত
আন্তর্জাতিক ডেস্ক : গত শুক্রবার ঘটে যাওয়া প্যারিসে রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলায় নিহত এক ফরাসি বন্দুকধারীর পরিচয় মিলেছে। তার বাবা ও ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। হামলার দিন পুলিশের গুলিতে ওই বন্দুকধারী যুবক মারা যান।
২৯ বছর বয়সী ওই বন্দুকধারীর মরদেহ বাটাক্লঁ হল থেকে উদ্ধার করা হয়। শুক্রবার ওই হলে ৮৯ জনকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা। এই ঘটনায় ইসলামী চরমপন্থিদের দায়ী করা হচ্ছে।
এ হামলায় এখন পূর্যন্ত ১২৯ জন নিহত হয়েছেন। আহত হন আরো ৩৫২ জন। আহতদের অনেকের অবস্থা সংকটাপূর্ণ বলে জানানো হয়েছে।
নিহত হামলাকারীর বাবাকে পাওয়া গিয়েছে প্যারিস থেকে ১৩০ কিমি পূর্বে রোমিলি সুর শেইন শহরে ও তার ভাইকে প্যারিসের দক্ষিণে ইশন এলাকায়। বন্দুকধারীর ভাই (৩৪) নিজ থেকে যোগাযোগ করলে পুলিশ তাকে হেফাজতে নেয়।
এর আগে শনিবার প্যারিসের প্রসিকিউটর ফ্রান্সিয়ো মলিন্স জানান, পুলিশ ওই হামলাকারীকে ইসলামপন্থি হিসেবে চিহ্নিত করেছে তবে সে কোনো সন্ত্রাসী সংগঠনের সাথে জড়িত কি-না সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি। তার হাতের একটি বিচ্ছিন্ন আঙুল পরীক্ষা করে পুলিশ পরিচয় সনাক্ত করেছে।
এছাড়া তিনি বলেন, ওই হামলায় ৭ জন বন্দুকধারী নিহত হন। তারা তিনটি দলে ভাগ হয়ে আক্রমণে অংশ নেয়। তাদের একজনকে পুলিশ হত্যা করলেও বাকি ৬ জন আত্মঘাতী বোমায় মারা যান।
১৬, নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ